প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / মোবাইলে বিবাহ করলে তা শুদ্ধ হবে কি?

মোবাইলে বিবাহ করলে তা শুদ্ধ হবে কি?

প্রশ্ন

আমি গত বছর এক ছেলেকে মোবাইল এ কবুল বলি এই সময় ছেলেটার পাসে ২ জন সাক্ষী ও একজন ইমাম ছিলেন। ইমাম বিয়ের প্রস্তাব দেন আমাকে আমি সেটা শুনি এবং কবুল বলি আমার এই কবুল বলার কথা তারা লাইডস্পীকার এ শুনে । কিন্তু এখন আমার পরিবার আমাকে অন্য যায়গায় বিয়ে দিতে চায় কিন্তু আমি পরিবার কে কষ্ট দিতে পারিনি তায়ে এই বিয়ের ব্যপার এ কিছু বলিনি। আমার এই মোবাইল বিয়ে কি বৈধ হয়েছে? বিয়ের সময় আমার পক্ষের কোন সাক্ষী বা প্রতিনিধি ছিলোনা।
আমি কি এখন বাবা মা এর পছনদে বিয়ে করতে পারবো? ছেলেটা আমাকে ৬ জুন ২০১৫ বলে যে সে আমাকে ছেরে দিয়েছে কিন্তু সে এও বলেছে সে আমাকে তিন তালাক দিবেনা। কিন্তু আঃে দিকে আমার ১৪ আগষ্ট বিয়ে।এই অবস্থায় আমার কি ২য় বিয় টা বৈধ হবে? দয়া করে উত্তর জানালে খুশি হব

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ইন্নালিল্লাহ। আজ ১৮ই আগষ্ট হয়ে গেছে। আমরা আপনার মেইলটি খুলতে দেরী হয়ে গেছে। তাই উত্তর দিতে দেরী হল। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আপনার প্রথম বিবাহের সুরত যদি তা’ই হয়, যা প্রশ্নে লিখা হয়েছে। তাহলে আপনার প্রথম বিবাহ শুদ্ধ হয়নি। কারণ মোবাইলে ইজাব কবুল বলার দ্বারা বিবাহ শুদ্ধ হয় না। তাই আপনি নির্ধিদ্ধায় আপনার পিতা-মাতার পছন্দের পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন।

আপনার বৈবাহিক জীবন সুন্দর-সুখের ও ইবাদতময় হোক। এ দুআ রইল আপনার জন্য।

فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …