প্রচ্ছদ / আজান ও ইকামত / আজানের জবাব এবং আজান পরবর্তী দুআ প্রসঙ্গে

আজানের জবাব এবং আজান পরবর্তী দুআ প্রসঙ্গে

প্রশ্ন

কিভাবে আজানের জবাব দেবো, আমরা আজান শুনে মুয়াজ্জিন যা বলে আমরাও তাই বলি আজান শেষে দুরুদ এবং আল্লাহুম্মা রব্বা হা জিহিদ দায়’অতিত তাম্মা দোয়াটি পড়ে থাকি, এটি ঠিক কিনা? আজানের শব্দ ও দোয়া আরবীতে দেয়ার অনুরোধ থাকল।

মোঃ মিজানুর রহমান

কুষ্টিয়া।

উত্তর

بسم الله الرحمن الرحمن

 

আজানের জবাবে আজানের বাক্যগুলোই বলতে হয়। তবে হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ বলার জবাবে লা-হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আজীম এবং “আসসালাতু খাইরুম মিনান নাউম” এর জবাবে সাদাকতা ওয়াবারারতা” বলবে।

فى الهندية: ويجب على السامعين عند الاذان الاجابة، وهى ان يقول مثل ما قال المؤذن الا فى قوله حى على الصلاة حى على الفلاح، فانه يقول مكان حى على الصلاة لا حول ولا قوة الا بالله العلى العظيم…… وكذا فى قول المؤذن الصلاة خير من النوم لا يقول السامع مثله ولكن يقول صدقت وبررت، (الفتاوى الهندية-1/58)

আজানের পর আজানের দুআ পড়বে। হাদীসে দুআর কথা এসেছে। {সুনানে সাগীর লিলবায়হাকী, হাদীস নং-২৯৬, বুখারী, হাদীস নং-৬২৪}

আজানের পরের দুআর আরবী পাঠ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ، إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ،

আজানের শব্দাবলী

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ.

ফজরের আজানে বাড়বে

الصَّلاَةُ خَيْرٌ مِنَ النَّوْمِ


والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

No comments

  1. স্মার্ট ফোন এ নামাযের সময় ও আজান আলার্ট এপস ব্যবহার করার হুকুম জানালে ভাল হয়।
    এক্ষেত্রে আজানের জবাব অথবা টিভি/রেডিও তে প্রচারিত আজান এর জবাব দেয়া আবশ্যক কিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *