প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / মুসাফাহা শেষে স্বীয় হাত চুম্বন করার হুকুম কী?

মুসাফাহা শেষে স্বীয় হাত চুম্বন করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম! সম্মানিত মুফতী সাহেব!

মুসাফাহা করার পর অনেক ভাই নিজের হাতকে চুম্বন করে থাকেন। আবার অনেকে বুকের সাথে মিলিয়ে থাকেন। এ বিষয়ে শরয়ী বিধান কি? দয়া কারে জানালে কৃতজ্ঞ হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মুসাফাহা করার পর হাত চুম্বন করা মাকরূহে তাহরীমী। একই বিধান বুকে লাগানোর। কারণ এসবের কোন প্রমাণ নেই। তাই এসবই পরিত্যাজ্য।

فى الهندية: وما يفعله الجهال من تقبيل يد نفسه بلقائه صاحبه فذالك مكروه بالاجماع كذا فى خزانة الفتاوى (الفتاوى الهندية-5/369)

وفى رد المحتار: وكذا ما يفعله الجهال من تقبيل يد نفسه اذا لقى غيره مكروه فلا رخصة فيه

وقال ابن عابدين رح- (مكروه) اى تحريما ويدل عليه قوله بعد فلا رخصة فيه، (رد المحتار-6/383)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *