প্রশ্ন
সম্পদ বন্টন সম্পর্কিত প্রশ্ন
স্বামীর মৃতুর হওয়ায় ব্যাংকে যে টাকা আছে তা কিভাবে ভাগ পাবে।
১। স্ত্রী
২। এক ছেলে ( বয়স ১৪ বছর )
৩। এক মেয়ে (২১ বছর বিবাহিত)
কে কতটুকু পরিমান প্রাপ্য।
প্রশ্নকর্তা-আব্দুল্লাহ।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি এছাড়া আর কোন মিরাস পাবার যোগ্য ব্যক্তি না থাকে, তাহলে মৃত ব্যক্তির স্থাবর অস্থাবর সমস্ত সমস্ত সম্পদকে প্রথমে আট ভাগ করবে। এর থেকে আট ভাগের একভাগ দিবে স্ত্রীকে। তারপর বাকি সম্পদকে তিনভাগ করে একভাগ মেয়েকে আর দুইভাগ দিবে ছেলেকে।
وصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ [٤:١١]
আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। কিন্তু কেবল কন্যা যদি দুয়ের অধিক হয়, তাহলে তাদের জন্য পরিত্যাক্ত সম্পত্তির দুই তৃতিয়াংশ, আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ নির্ধারিত। {সূরা নিসা-১১}
وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ [٤:١٢]
স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। {সূরা নিসা-১২}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
 আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
				 
			 
			
