প্রশ্ন
السلام عليكم ورحمة الله وبركاته
আলিয়া মাদ্রাসার, মুফতি কাজী ইবরাহীম বলছে, “কেয়ামতের বাকী ৪৯ বছর ” কথাটি কতটুকু সত্য ? দলিল সহকারে জানতে চাই ।
এক ভাইয়ের সাথে এই কথা নিয়ে ঝগড়া লেগছে। তাই, তাড়াতাড়ি উত্তর পেলে বেশি উপকৃত হব //
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কিয়ামতের তারিখ জানে না।
এমন কি যার ফুৎকারে কিয়ামত হবে সেই ইসরাফীল ফিরিস্তাও কিয়ামত কবে হবে তা জানেন না।
জিবরীল ফিরিস্তাও জানেন না। এমন কি আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না।
সুতরাং বছর, সাল নির্ধারণ করে কিয়ামতের তারিখ বলাটা পরিস্কার কুরআন ও সুন্নাহ বিরোধী বক্তব্য। এমন বক্তব্য গোমরাহী ছাড়া আর কিছু নয়।
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّي ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً ۗ يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ [٧:١٨٧]
আপনাকে জিজ্ঞেস করে, কেয়ামত কখন অনুষ্ঠিত হবে? বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। তিনিই তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও যমীনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে, যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে। কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। [সূরা আরাফ-১৮৭]
إِنَّ اللَّهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ [٣١:٣٤]
নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। [সূরা লুকমান-৩৪]
يَسْأَلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ ۚ وَمَا يُدْرِيكَ لَعَلَّ السَّاعَةَ تَكُونُ قَرِيبًا [٣٣:٦٣]
লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, এর জ্ঞান আল্লাহর কাছেই। আপনি কি করে জানবেন যে সম্ভবতঃ কেয়ামত নিকটেই। [সূরা আহযাব-৬৩] হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।
قَالَ مَتَى السَّاعَةُ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ
জিবরীল আলাইহিস সালাম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন: কিয়ামতে কবে হবে? উত্তরে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। (কিয়ামত কবে হবে যেমন তুমি জিবরীল জানো না, তেমন আমি নবীও জানি না।) [সহীহ বুখারী, হাদীস নং-৫০]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]
আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস Ahle Haq Media
