প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / দাতের সৌন্দর্য বৃ্দ্ধিতে দাঁত সোজা করা কি জায়েজ?

দাতের সৌন্দর্য বৃ্দ্ধিতে দাঁত সোজা করা কি জায়েজ?

প্রশ্ন

সামনের নিচের দাঁতের সজ্জা সোজা করাতে, শরীয়তের কোন বাঁধা আছে? দয়া করে জানাবেন।

নাম প্রকাশ করেবন না৷  

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, কোন কোন বাঁধা নেই। জায়েজ আছে।

ولا يمنع من الأدوية التي تزيل الكلف وتحسن الوجه  (عمدة القاری شرح صحيح البخاری، کتاب فضائل القرآن-14/179، طبع ملتان)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

পার্সোনাল একাউন্ট দিয়ে মোবাইল সেন্ট মানি ও ক্যাশ আউটের ব্যবসা করা যাবে কি?

প্রশ্ন মোবাইল ব্যাংকিং কোম্পানীগুলো মূলত এজেন্ট একাউন্ট দিয়ে ক্যাশ আউট, সেন্ড মানি ইত্যাদির ব্যবসার করার …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস