প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্ত্রীকে তালাকের নিয়ত ছাড়া ‘বাসা থেকে বের হোন’ বলার দ্বারা কি তালাক পতিত হয়?

স্ত্রীকে তালাকের নিয়ত ছাড়া ‘বাসা থেকে বের হোন’ বলার দ্বারা কি তালাক পতিত হয়?

প্রশ্ন

নাম প্রকাশে অনিচ্ছুক

আসসালামু আলাইকুম,

গত কয়েকদিন কেনায়া তালাকের মাসালা দেখে নানা  রকম ওয়াসওসা মনে আসছে। আমি দুইএকবার (মনে হয় একবার)রাগারাগি করে আমার স্ত্রীকে শাস্তি স্বরূপ বাসা থেকে বের করে দেই (দরজার বাইরে)। মুখে তালাক সূচক কিছুই বলিনাই।

শুধু বলেছি বাসা থেকে বের হন। আমার তালাকের কোনও নিয়ত এমনকি চিন্তাও ছিলো না।

৫-১০ মিনিট তাকে সাজা দেওয়াই আমার উদ্দেশ্য ছিলো।

এই ধরনের আচরণে কি আমাদের বৈবাহিক সম্পর্কে কোনও ক্ষতি হয়েছে।

হুজুর একটু তাড়াতাড়ি জানাবেন খুব পেরেশানির মধ্যে আছি।

উত্তর

وعليكم  السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

তালাকের নিয়ত ছাড়া উপরোক্ত কথা বলার দ্বারা কোন তালাক পতিত হয়নি।

তাই পেরেশান হবার কিছু নেই। হবে স্ত্রীর সাথে এমন আচরণ করা ঠিক না।

واما مدلولات الطلاق فهو مثل قوله اذهبى وقومى والحقى باهلك وما شاكلها اذا نوى بهذه الألفاظ يقع بائنا وان قال لم ارد به الطلاق او لم تحضره النية لا يكون طلاقا الخ (الفتاوى التاتارخانية، كتاب الطلاق، الفصل الخامس فى الكنايات-3/315، الفتاوى الهندية، كتاب الطلاق، الفصل الخامس فى الكنايات-1/375، البحر الرائق-3/30)

فالكنايات لا تطلق بها إلا بنية، أو دلالة الحال…….. فنوحو اخرجى، واذهبى، وقومى (الدر المختار مع رد المحتار، زكريا-4/528، 4/529، البحر الرائق، زكريا-3/526، كويته-3/302، هداية، اشرفى-2/374، الفتاوى الهندية-1/442، جديد-1/374، خانية على هامش الهندية-1/468، جديد زكريا-1/284)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

গুইসাপ কি নবীর ইশারায় কথা বলে ঈমান এনেছিল?

প্রশ্ন বাংলাদেশের এক প্রসিদ্ধ বক্তা তার এক বয়ানে বলেন: “ঐ নবীকে পাঠাইছেন। যার ইশারা পাইলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস