প্রচ্ছদ / আনন্দ/বিনোদন / মুখ দিয়ে শিশ বাজানোর হুকুম কী?

মুখ দিয়ে শিশ বাজানোর হুকুম কী?

প্রশ্ন

আমার নামঃ মোহাম্মাদ জুবায়ের হোসেন, জেলাঃ ফরিদপুর।

আমার প্রশ্নটি হলো-

“মুখ দিয়ে শিশ বাজানো কি হারাম কিনা?”

উত্তর

بسم الله الرحمن الرحيم

অপ্রয়োজনে শিশ বাজানো জায়েজ নেই। কারণ এটা ফাসেক ফুজ্জারদের প্রতীক। তাই তা করা থেকে বিরত থাকতে হবে।

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ (سنن ابى داود، رقم-4031)

(قَوْلُهُ وَكُرِهَ كُلُّ لَهْوٍ) أَيْ كُلُّ لَعِبٍ وَعَبَثٍ فَالثَّلَاثَةُ بِمَعْنًى وَاحِدٍ كَمَا فِي شَرْحِ التَّأْوِيلَاتِ وَالْإِطْلَاقُ شَامِلٌ لِنَفْسِ الْفِعْلِ، وَاسْتِمَاعُهُ كَالرَّقْصِ وَالسُّخْرِيَةِ وَالتَّصْفِيقِ وَضَرْبِ الْأَوْتَارِ مِنْ الطُّنْبُورِ وَالْبَرْبَطِ وَالرَّبَابِ وَالْقَانُونِ وَالْمِزْمَارِ وَالصَّنْجِ وَالْبُوقِ، فَإِنَّهَا كُلَّهَا مَكْرُوهَةٌ لِأَنَّهَا زِيُّ الْكُفَّارِ

وَاسْتِمَاعُ ‌ضَرْبِ ‌الدُّفِّ وَالْمِزْمَارِ وَغَيْرِ ذَلِكَ حَرَامٌ وَإِنْ سَمِعَ بَغْتَةً يَكُونُ مَعْذُورًا وَيَجِبُ أَنْ يَجْتَهِدَ أَنْ لَا يَسْمَعَ قُهُسْتَانِيٌّ (رد المحتار، كتاب الحظر والإباحة، فصل فى البيع، زكريا-9/566، كرتاشى و دار الفكر-6/395)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

টিয়া পাখি পোষার হুকুম কী?

প্রশ্ন আসছালামু আলাইকুম, আমি ১টি টিয়া পাখি পুষি এতে আমার কি কোন গুনাহ হবে? মেহেরবানী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস