প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / দুই মাসের বাচ্চা নষ্ট হয়ে তিন মাস পর্যন্ত রক্ত ঝরলে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি?

দুই মাসের বাচ্চা নষ্ট হয়ে তিন মাস পর্যন্ত রক্ত ঝরলে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

স্ত্রী সঙ্গম প্রসঙ্গে,জানতে চাইছিলাম।

আমার স্ত্রী গর্ভবতী হয়, প্রায় দুই মাস পর গর্ভস্রাব হয়ে যায়, এখন প্রায় তিন মাস চলছে, মাঝেমধ্যে সামান্য ঝুলের মতো রক্ত যায়, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়নি।

এমতাবস্থায় আমি কতোদিন পর  স্ত্রী সঙ্গম করতে পারবো? নাকি পুরোপুরি ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে?

বিস্তারিত জানালে উপকৃত হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যখন থেকে সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানা যাবে, তখন থেকে যে রক্ত ঝড়ছে, সেটি নিফাসের রক্ত।

আর নেফাসের সর্বোচ্চ সময়সীমা হলো ৪০ দিন।

সুতরাং চল্লিশ দিন শেষ হবার পরও যদি রক্ত ঝরে তাহলে নামায রোযা সব ইবাদতই করতে হবে। সেইসাথে সহবাসও করা যাবে।

আর যদি আগেই বন্ধ হয়, তাহলে যে সময় থেকে বন্ধ হবে, তখন থেকে নামায রোযার আবশ্যকতার সাথে সহবাসও বৈধ হবে।

আপনার স্ত্রীর যেহেতু সন্তান নষ্ট হয়ে যাবার পর তিন মাস হয়ে গেছে।

সুতরাং এখন যে রক্ত যাচ্ছে এটা নেফাসের রক্ত নয়। তাই এ সময় নামায রোযার আবশ্যকতা বাকি আছে।

সুতরাং সহবাস করাও বৈধ হবে।  

المرأة إذا اسقطت سقطا، فإن استبان شيء من خلقه، فهى نفساء، فيما رأت الدم (الفتاوى التاتارخانية-1/542، رقم-1473)

عن انس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: وقت للنفساء أربعون ليلة إلا أن ترى الطهر قبل ذلك (السنن الكبرى للبيهقى-2/53، رقم-1665)

وأقل النفاس لاحد له (الجوهرة النيرة، ملتان-1/40، حاشية الطحطاوى على مراقى الفلاح-140، الفتاوى الهندية-1/37، جديد-1/91، الفتاوى التاتارخانية-1/538، رقم-1460)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

টিয়া পাখি পোষার হুকুম কী?

প্রশ্ন আসছালামু আলাইকুম, আমি ১টি টিয়া পাখি পুষি এতে আমার কি কোন গুনাহ হবে? মেহেরবানী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস