প্রশ্ন
আমি এই বছর কোরবানি দিতে না পারলে কোন সমাস্যা হবে? আমার ভাই যদি আমার নামে দেন, তাইলে আমার নেকী আমার থাকবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
আপনার উপর যদি কুরবানী করা ওয়াজিব হয়, তাহলে কুরবানী না করলে গোনাহ হবে। হাদীস এ বিষয়ে ধমক এসেছে:
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّفَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন: যার কুরবানী করার সামর্থ্য রয়েছে, যদি কুরবানী না করে সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। (মুসনাদে আহমাদ, হাদীস নং ৭৯২৪,দারা কুতনী ৪৬৭৭)
তবে যদি অন্য কেউ আপনার অনুমতিক্রমে আপনার ওয়াজিব কুরবানী আদায় করে দেয়, তাহলে আপনার যিম্মা থেকে তা মাফ হয়ে যাবে। আশা করা যায় সওয়াবও পাবেন।
তবে অনুমতি ছাড়া করলে আপনার ওয়াজিব কুরবানী আদায় হবে না।
لو ضحى ببدنة عن نفسه وعرسه واولاده……… ان كانوا كبار ان فعل بامرهم جاز عن الكل وعن فعل بغير أمرهم او بغير امر بعضهم لا تجوز عنه ولا عنهم فى قولهم جميعا لان نصيب من لم يأمر صار لحما فصار الكل لحما (الفتاوى الهندية، كتاب الاضحية، الباب السابع فى التضحية عن الغير-5/302، خانية على هامش الهندية-3/350، المحيط البرهانى-8/473
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]