প্রচ্ছদ / পেশা/চাকরী / ফাইভ স্টার হোটেলে বয় হিসেবে চাকুরী করা যাবে কি?

ফাইভ স্টার হোটেলে বয় হিসেবে চাকুরী করা যাবে কি?

প্রশ্ন

হযরত আমার সালাম নিবেন, আছসালামুআলাইকুম ও রহমাতুললাহ,

ভাই আমি চাকরী করি একটা পাচ তারকা মানের হোটেল (5star hotel)আমার এখানে হালাল হারাম পণ্য আছে। তবে হালাল এর পণ্য বেশি। হারাম শুধু এলকোহল ৮%।

আমার প্রশ্ন হল এখান থেকে আমার সেলারি নেয়া জায়েজ হবে কি।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি সরাসরি আপনাকে হারাম কাজে জড়িত হতে না হয়, যেমন মদ, শুকরের গোস্ত পরিবেশন ইত্যাদি হারাম কাজ যদি করতে না হয়, তাহলে যেহেতু অধিকাংশ জিনিস এখানে হালাল, তাই এখানে চাকুরী করে বেতন নেয়া জায়েজ হবে।

তবে যদি হারাম কাজে সহযোগিতা করা আবশ্যক হয়, তাহলে জায়েজ হবে না।  

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ﴿المائدة: ٢

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿المائدة: ٩٠

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ ﴿النحل: ١١٥

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ عَشَرَةً عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِيَ لَهَا وَالْمُشْتَرَاةَ لَهُ (سنن الترمذى-1/242، رقم-1295)

عَنْ ‌عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ السَّبَئِيِّ مِنْ أَهْلِ مِصْرَ أَنَّهُ سَأَلَ ‌عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنَ الْعِنَبِ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: إِنَّ رَجُلًا أَهْدَى لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَاوِيَةَ خَمْرٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ عَلِمْتَ أَنَّ اللهَ قَدْ حَرَّمَهَا؟ قَالَ: لَا. فَسَارَّ إِنْسَانًا، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بِمَ سَارَرْتَهُ؟ فَقَالَ: أَمَرْتُهُ بِبَيْعِهَا، فَقَالَ: إِنَّ الَّذِي ‌حَرَّمَ ‌شُرْبَهَا ‌حَرَّمَ ‌بَيْعَهَا. قَالَ: فَفَتَحَ الْمَزَادَةَ حَتَّى ذَهَبَ مَا فِيهَا (صحيح مسلم، رقم-1579)

ولا تصح الإجارة لعسب التيس ولا لأجل المعاصى مثل الغناء، والنوح والملاهى (رد المحتار، زكريا-9\75، كرتاشى-6/55)

وقال أبو حنيفة رحمه الله لا تجوز على شيء من اللهو، والمزامير، والطبل وغيره، لأنها معصية، والإجارة على المعصية باطلة (الفتاوى التاتارخانية-15\132، رقم-22439)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

যার কথায় ডেসটিনিতে টাকা ইনভেস্ট করা হলো ডেসটিনি বন্ধ হবার পর কি তার থেকে জরিমানা নেয়া যাবে?

প্রশ্ন (নাম প্রকাশে অনিচ্ছুক) আসসালামু আলাইকুম। এক ব্যক্তি Destiny 2000 Limited এ এমএলএম ব্যবসায় যোগদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *