প্রশ্ন
আল্লাহ সম্পর্কে, রাসুল (সাঃ), মা বাবার সম্পর্কে এতই খারাপ খারাপ চিন্তা আসে যে ঈমান ধরে রাখাটা কস্টকর হয়ে যায়। মনে সব সময় চিন্তা আসে যে আমি ত আর মুসলিম নাই। আমি তো শিরক করে ফেলতেসি।
কিন্তু আমি মুখ দিয়ে কখন ও উচ্চারন করি না। এইসব চিন্তা আসলে আমি কালেমা পরি। আমার সব সময় চিন্তা আসে। মনে হয় আমি চিন্তা করতে করতে এখন মরে যাব।
এমন অবস্থা আমার ৩ বছর ধরে। আমি নিয়মিত নামাজ পরি। কুরঅান পরি। আমার বয়স ২৩ বছর। তাদের নিয়ে কেন এসব খারাপ চিন্তা আসে। আমি সহ্য করতে পারি না।
চিন্তা করতে করতে মনে হয় আমি যখন তখন স্টক করে মারা যাব। আমার আর লেখা পড়ার কোন ধ্যান নাই। দুনিয়া দারি কাজ এ কোন ধ্যান নাই।।
শুধু আল্লাহ কে নিয়ে খারাপ চিন্তা আসে। আমি আমার আল্লাহ কে খুব ভালবাসি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যেহেতু আপনি আল্লাহকে ভালবাসেন। নামাযও পড়েন। আর এসব খারাপ খেয়াল আশায় আফসোসও করেন। সুতরাং আপনার ঈমানে কোন সমস্যা নেই। এটা শয়তানী ধোঁকা।
যখনি এমন ওয়াসওয়াসা আসতে থাকবে, আপনি বেশি বেশি ইস্তিগফার এবং সূরা ফালাক ও নাস পড়ুন। আর পড়াশোনায় মনযোগ দিন।
সময় সুযোগ পেলে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ুন। কোন আল্লাহওয়ালা বুযুর্গ ব্যক্তির সাথে ইসলাহী তাআল্লুক করুন। ইনশাআল্লাহ এ ওয়াসওয়াস দূর হয়ে যাবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (আমার বরকতে) আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা (পাপের ভাব ও চেতনা) মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে। [সহীহ বুখারী-১/৩৪৩, হাদীস নং-২৫২৮, সহীহ মুসলিম-১/৭৮, হাদীস নং-১২৮, সুনানে নাসায়ী-২/৮৬, হাদীস নং-৩৪৬৩, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৯৫৪৩]
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ . قَالَ وَقَدْ وَجَدْتُمُوهُ قَالُوا نَعَمْ . قَالَ ” ذَاكَ صَرِيحُ الإِيمَانِ
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবী তাঁর সমীপে এসে বললেন, আমাদের অন্তরে এমন কিছু সংশয়ের উদয় হয়, যা আমাদের কেউ মুখে উচ্চারণ করতেও মারাত্মক মনে করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেনঃ সত্যই তোমাদের তা হয়? তারা জবাব দিলেন, জ্বী, হ্যাঁ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটই স্পষ্ট ঈমান। (কারণ ঈমান আছে বলেই সে সম্পর্কে ওয়াসওয়াসা ও সংশয়কে মারাত্মক মনে করা হয়।) [সহীহ মুসলিম-১/৭৯, হাদীস নং-১৩২, সুনানে আবূ দাউদ-২/৬৯৭ হাদীস নং ৫১১১]
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْوَسْوَسَةِ قَالَ “ تِلْكَ مَحْضُ الإِيمَانِ
আবদুল্লাহ রাঃ বলেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওয়াসওয়াসা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এটাই সত্যিকারের ঈমান। [সহীহ মুসলিম-১/৭৯, হাদীস নং-১৩৩, সুনানুল কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১০৪৩২]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]