প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / ‘তোমার একাউন্টে যে টাকা আছে তা তোমার থাকলো’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

‘তোমার একাউন্টে যে টাকা আছে তা তোমার থাকলো’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন

জনাব, আমি আমার ফ্যামিলি নিয়ে ঢাকাতে থাকি। ঈদের ছুটিতে শ্বশুর বাড়ীতে থাকা অবস্থায় একদিন আমার স্ত্রীর সাথে একটি বিষয় নিয়ে খুব ঝগড়া হয়।

কারনটি ছিল, আমার বড় ভাই তাকে নিয়ে একটি খারাপ কথা বলেছিল। সে আমাকে বলে যে, আমি যদি আমার বড় ভাইকে ফোন করে এর কারন জিজ্ঞাসা না কারি, তাহলে সে এখন আমার সাথে ঢাকা যাবো না। আমি বলি যে, আমি এখন ফোন করতে পারবো না ।  রাগা রাগীর এক পর্যায়ে আমি বলি যে, তুমি থাকতে চাইলে থাক। তোমার একাউন্টে যে টাকা আছে, তা তোমার থাকলো এবং বলো তোমাকে মাসে কত টাকা পাঠাতে হবে আমি তা পাঠিয়ে দেব।

“তোমার একাউন্টে যে টাকা আছে তা তোমার থাকলো” এই কথার বলার সময় আমার মনের হালত ছিল যে, আমার স্ত্রী হয়ত মনে করবে যে, আমি বুঝি তাকে একবারে থাকার কথা বলছি এবং এতে সে ভীত হবে।

ঐ আল্লাহর কসম, যার হাতে আমার জীবন ও মরন, ঐ কথা বলার সময় আমি মনে কোন খারাপ নিয়ত করিনি। যাহোক পরে  সে আমার সাথে তার পরের দিন ঢাকায় চলে আসে। এই ঘটনার দ্বারা কি তালাক স্বাবস্ত হয়?? দয়া করে দ্রুত জানাবেন। Best Regards,

  1. Md. Rezaul haque

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, এর দ্বারা কোন তালাক সাব্যস্ত হবে না।  

يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)

وأما الطلاق والعتاق فلا يقعان بالنية، بل لا بد من التلفظ (الأشباه والنظائر، زكريا-1/165، قديم-89)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

প্রচলিত দস্তরখান কি সুন্নতী দস্তরখান নয়?

প্রশ্ন প্রচলিত দস্তরখান সুন্নাত নয়। খানা যে বস্তর উপর রেখে খানা খাওয়া হয় তাকেই দস্তরখান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *