প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মাসবূক ব্যক্তি স্বীয় নামায পড়াকালে ইমাম যদি নামায পুনরায় পড়ে তাহলে মাসবূক ব্যক্তি কী করবে?

মাসবূক ব্যক্তি স্বীয় নামায পড়াকালে ইমাম যদি নামায পুনরায় পড়ে তাহলে মাসবূক ব্যক্তি কী করবে?

প্রশ্ন

আসরের ফরজ ৪ রাকাত। ইমাম ভুলক্রমে ৫ রাকাত পড়িয়েছে।

আমরা ইমামের সাথে ৩ রাকাত পেয়েছি।

ইমাম ভুলভাবেই ৫ রাকাত পড়ে নামাজ শেষ করলে আমরা বাকি ১ রাকাতের জন্য দাড়িয়েছি। এমতাবস্থায় কয়েকজন মুসল্লী ভুলের কথা জানালে ইমাম পূণরায় নামাজের জন্য দাড়ায়।

এক্ষেত্রে আমরাওে কি ১ রাকাত বাদ দিয়ে পূণরায় ইমামের সাথে হাত বাঁধবো?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ইমামের নামায নষ্ট হয়ে গেলে পিছনের মুসল্লিদের নামাযও নষ্ট হয়ে যায়। তাই আপনারাও নামায ছেড়ে দিয়ে ইমামের সাথে পুনরায় ইক্তিদা করে নামায আদায় করবেন।

فأما المسبوق فقد التزم بالاقتداء أى الإمام متابعة بقدر ما هو صلاة الإمام، وقد أدرك هذا القدر، فيتابعه فيه (البحر الرائق،  زكريا-2/176، كويته-2/99، بدائع الصنائع، زكريا-1/421)

وسهو الإمام يوجب على المؤتم السجود، قوله على المؤتم وإن كان مسبوقا (الهداية مع الدراية، كتاب الصلاة، باب سجود السهو، اشرفى-1/158، تبيين الحقائق،  زكريا-1/477-478، امدادية ملتان-1/195)

وسهو الإمام يوجب السجود عليه وعلى المقتدى لأن متابعة الإمام واجبة، قال النبى صلى الله عليه وسلم: تابعوا إمامك على أى حال وجدته، ولأن المقتدى تابع للإمام (بدائع الصنائع، زكريا-1/420، قديم-1/175)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *