প্রচ্ছদ / প্রশ্নোত্তর / অল্প স্বর্ণ ও অল্প রূপার উপর কী যাকাত ওয়াজিব হবে?

অল্প স্বর্ণ ও অল্প রূপার উপর কী যাকাত ওয়াজিব হবে?

প্রশ্ন

 অল্প স্বর্ণ ও অল্প রুপা আছে, যা উভয় টা মিলে  রুপার নেছাব কে পার করে ফেলেছে। তাহলে কি যাকাত দিতে হবে? কিন্তু কোনো নগত অর্থ নেই।

উত্তর

بسم الله الرحمن الرحيم

স্বর্ণ ও রূপার বর্তমান বিক্রয় মূল্য অনুপাতে রূপার নিসাব পরিমাণ হয়ে গেলে যাকাত দিতে হবে।

  عن عبيد الله بن عبيد قال: قلت لمكحول: يا أبا عبد الله! إن لى سيفا فيه خمسون ومئة درهم، فهل على فيه زكاة؟ قال أضف إليه ما كان لك من ذهر وفضة، فإذا بلغ مئتى درهم ذهب وفضة، فعليك فيه الزكاة (المصنف لابن أبى شيبة-6/393، رقم-9979)

    وتضم قيمة العروض إلى الثميين والذهب إلى الفضة قيمة (حاشية الطحطاوى على مراقى الفلاح-717، قديم-390، الفتاوى الهندية-1/179، جديد-1/241)

    ويضم الذهب إلى الفضة وعكسه بجامع الثمنية قيمة (الدر المختار مع رد المحتار، زكريا-3/234، كرتاشى-2/303، مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-1/306-307، قديم-1/207، المبسوط للسرخسى-2/193)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *