প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ৫ ভরি স্বর্ণের উপর কি যাকাত আবশ্যক হবে?

৫ ভরি স্বর্ণের উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন

মোঃ রুহুল আমিন।    

রাজপাড়া, রাজশাহী।    

বিষয় :জাকাত    

আমার প্রশ্ন হল    

একজন ব্যক্তির কাছে দশ ভরি স্বর্ণ রয়েছে সে ৫ ভরি স্বর্ণ তার ছেলেকে দিয়েছে এবং তার মেয়েকে ৫ ভরি স্বর্ণ দিয়েছে।    

আমার জানার বিষয়  হলো তার মেয়ের উপরে কি জাকাত ওয়াজিব হবে??    

উল্লেখ্য তার মেয়ে বালেগা এবং তার মেয়ের কাছে ঐ ৫ ভরি স্বর্ণ ব্যতীত আর কোন সম্পদ নেই। নগদ টাকাও নাই।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি মেয়ের কাছে উপরোক্ত ৫ ভরি স্বর্ণ ছাড়া আর কোন যাকাতযোগ্য সম্পদ না থাকে,তাহলে তার উপর যাকাত আবশ্যক হবে না।

    عن على عن النبى صلى الله عليه وسلم……. وليس عليك شيء يعنى فى الذهب حتى تكون لك عشرين دينارا، فإذا كانت لك عشرين دينارا، وحال عليها الحول ففيها نصف دينار، فما زاد فبحساب ذلك (سنن أبى داود، النسخة الهندية-1/221، دار السلام، رقم-1583)

    نصاب الذهب عشرين مثقالا، وتحته فى الشامى: فما دون ذلك لا زكاة فيه (رد المحتار، زكريا-3/224، كرتاشى-2/295)

    نصاب الذهب عند جمهور الفقهاء  عشرون مثقالا، فلا تجب الزكاة فى أقل منها (الموسوعة الفقهية الكويتية-23/263)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *