প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্বামী স্ত্রী ঝগড়ার সময় you may go (তুমি যেতে পারো) বলার দ্বারা কি তালাক হবে?

স্বামী স্ত্রী ঝগড়ার সময় you may go (তুমি যেতে পারো) বলার দ্বারা কি তালাক হবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

আপনার একটা ভিডিওতে ইশারায় তালাক নিয়ে কথা শুনলাম।

আমার স্ত্রী এত সাথে ঝামেলা হলে, ওমন কিছু কথা মেসেনঞ্জারে বলা বলি হয়েছে আমাদের মুখে না।

সর্বশেষ কথা ছিলো আমার এমন,

আব্বা মাকে নিয়ে ঝামেলা থাকলে, you may go.

এখন এই বিষয় এর সাথে ইশারায় তালাক নিয়ে কথা শুনতে চাচ্ছি।

পুনশ্চ : আমাদের সব কথা মেসেঞ্জারে হয়েছে আর আমার স্ত্রী এমনিতে আলহামদুলিল্লাহ ভালো মানুষ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

উপরোক্ত কথার দ্বারা যদি তালাক দেবার কোন নিয়ত না থাকে, তাহলে কোন তালাক পতিত হবে না।

ولو قال لها اذهبى أى طريق شئت لا يقع بدون النية وإن كان فى حال مذاكرة الطلاق الخ (الفتاوى الهندية-1/376، جديد-1/443)

اخرجى اذهبى تلزم النية (رد المحتار، زكريا-4/534، كرتاشى-3/302)

إن من الكناية ثلاث عشرة لا يعتبر فيها دلالة الحال ولا يقع إلا بالنية، اخرجى، إذهبى (البحر الرائق، زكريا-3/526، كويته-3/302-303)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *