প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / ফেইসবুকে ছেলেদের জন্য মেয়েদের নামে আইডি চালানোর হুকুম কী?

ফেইসবুকে ছেলেদের জন্য মেয়েদের নামে আইডি চালানোর হুকুম কী?

প্রশ্ন

আমি (নাম উহ্য রাখা হলো), শেরপুর থেকে বলছি।

বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমার একটি প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর দিতে হযরতকে অনুরোধ করছি।

প্রশ্নঃ আমি একজন ছেলে। আমার একটা ফিমেল (মেয়ে নামের) আইডি আছে। নাম মাহমুদা/আলেমা মাহমুদা। আমি এই আইডিতে কারো সাথে চ্যাটিংএ মিথ্যে বলিনা। স্ট্যাটাসে মিথ্যে প্রচার করিনা। মেয়েদের প্রতি আকৃষ্ট করে যৌনতামূলক কোন কথা বলিনা এবং স্ট্যাটাস করিনা। যৌন উদ্দিপক কোন ছবি বা লেখা আপলোড করিনা। চ্যাটিং এ কেউ আমার কাছে, কেমন আছেন জিজ্ঞেস করলে, প্রতিউত্তরে আমি আমার ব্যপারে ভালো হওয়া না হওয়াটা বলি। কেউ আমার কাছে বসবাসের ব্যাপারে জিজ্ঞেস করলে, আমি তখন আমার বসবাসের জায়গাটার নাম বলি। কি করেন, কিসে পড়েন, বিয়ে করেছেন কিনা, এসব ব্যাপারে জানতে চাইলে। আমি তখন এমন কৌশলে বলি, যেন বুঝতে না পারে আমি ছেলে। তবে উত্তর গুলো মিথ্যে বলিনা। মোট কথা আমি এই আইডিতে প্রতারণামূলক কিছু করিনা। ইসলামি স্ট্যাটাস করি। হিন্দু বন্ধুদেরকে বুঝানোর জন্য, আহলে হাদীস বন্ধুদেরকে বুঝানোর জন্য তাদের ভুল গুলো তুলে ধরি, ইত্যাদি। আমার শুধু একটাই উদ্দেশ্য, তা হলো ইসলাম প্রচার। এভাবে ছেলে হয়ে মেয়ে নামে আইডি চালানো আমার জন্য বৈধ হচ্ছে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনি যদিও মিথ্যা বলছেন না, কিন্তু আপনার আইডি নামটাইতো মিথ্যা।

সুতরাং এভাবে পুরুষ হয়ে মহিলা আইডি ব্যবহার করা জায়েজ নেই। কারণ, এটা ধোঁকা ও প্রতারণা এবং মিথ্যার শামিল।

তাই একাজ পরিহার করা আবশ্যক।


لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ (٣:٦١)

তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}

قوله تعالى- فَاجْتَنِبُواْ الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُواْ قَوْلَ الزُّورِ  (الحج-30)

তোমরা মুর্তিপূজার নোংরামী থেকে বাঁচো, এবং মিথ্যা কথা থেকে বাঁচো। {সূরা হজ্জ্ব-৩০}

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، كتاب الايمان، باب قَوْلِ النَّبِىِّ صلى الله تعالى عليه وسلم  مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، رقم الحديث-294)

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে আমার উম্মতের উপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভূক্ত নয়, আর যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। {সহীহ মুসলিম, হাদীস নং-২৯৪, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৫৫৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সুনানে দারেমী, হাদীস নং-২৫৪১, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫৮৩৩, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৭৯৭, মুসনাদে ইবনে আবী শাইবা, হাদীস নং-৭২১}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *