প্রচ্ছদ / আদব ও আখলাক / মুসাফাহার সময় কোন বুযুর্গ আলেমের হাতে চুমু খাওয়া যাবে?

মুসাফাহার সময় কোন বুযুর্গ আলেমের হাতে চুমু খাওয়া যাবে?

প্রশ্ন

মুহাঃ মুহিব্বুল্লাহ মাহমুদী

প্রশ্ন: মুসাফার সময় হাতে চুমু দেয়া যাবে কি? কোন বুযুর্গ আলেমের হাতে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

দেয়া যাবে।

ولا بأس بالتقبيل يد الرجل العالم والمتورع على سبيل التبرك، (رد المحتار، زكريا-9/549)

وَإِنْ قَبَّلَ يَدَ غَيْرِهِ إنْ قَبَّلَ يَدَ عَالِمٍ أو سُلْطَانٍ عَادِلٍ لِعِلْمِهِ وَعَدْلِهِ لَا بَأْسَ بِهِ هَكَذَا ذَكَرَهُ في فَتَاوَى أَهْلِ سَمَرْقَنْدَ وَإِنْ قَبَّلَ يَدَ غَيْرِ الْعَالِمِ وَغَيْرِ السُّلْطَانِ الْعَادِلِ إنْ أَرَادَ بِهِ تَعْظِيمَ الْمُسْلِمِ وَإِكْرَامِهِ فَلَا بَأْسَ بِهِ وَإِنْ أَرَادَ بِهِ عِبَادَةً له أو لِيَنَالَ منه شيئا من عَرَضِ الدُّنْيَا فَهُوَ مَكْرُوهٌ وكان الصَّدْرُ الشَّهِيدُ يُفْتِي بِالْكَرَاهَةِ في هذا الْفَصْلِ من غَيْرِ تَفْصِيلِ كَذَا في الذَّخِيرَةِ تَقْبِيلُ يَدِ الْعَالِمِ وَالسُّلْطَانِ الْعَادِلِ جَائِزٌ۔ (الفتاوی الهندية-5/369)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *