প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / হিন্দুদের ওয়াকফ করা জমিতে মাদরাসা নির্মাণের হুকুম কী?

হিন্দুদের ওয়াকফ করা জমিতে মাদরাসা নির্মাণের হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

জনাব আমাদের মাদ্রাসায় একজন হিন্দু একটি রুম ও কিছু জমি ওয়াক্বফ করতে চাচ্ছে,

তার এই ওয়াক্বফ করা কি সঠিক হচ্ছে এবং ছাত্ররা কি তা ব্যবহার করতে পারবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি বিধর্মী ওয়াকফ ভালো ও নেক কাজ মনে করে প্রদান করে এবং পরবর্তীতে অনুগ্রহ করেছে বলে কোন প্রকার চাপ বা তাদের কালচার অনুসরণে বাধ্য করার সম্ভাবনা না থাকে, তাহলে হিন্দুদের ওয়াকফ বিশুদ্ধ হবে। সুতরাং তা ছাত্রদের জন্য ব্যবহার করাতেও কোন সমস্যা নেই।

وأما الإسلام فليس من شرطه فصح وقف الذمى بشرط كونه قربة عندنا وعندهم (البحر الرائق، كتاب الوقف، زكريا-5/316، كيوته-5/189، الفتاوى الهندية-2/352، جديد-2/348، مجمع الأنهر، دار الكتب العلمية بيروت-2/568)

أن شرط وقف الذمى أن يكون قربة عندنا وعندهم كالوقف على الفقراء أو على مسجد القدس الخ (رد المحتار، زكريا-6/524، كرتاشى-4/341، كيوته-3/394)

وللمسلمين أن يقبلوا من الكافر…….إذا لم يكن فى ذلك ضرر دينى ولا سياسى (تفسير المراغى-4/74)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *