প্রচ্ছদ / প্রশ্নোত্তর / চারজন ছেলেমেয়ে এবং স্ত্রী ও মা বাবার মাঝে জমি ও নগদ অর্থ ত্যাজ্য সম্পদ হিসেবে কিভাবে বন্টন করবে?

চারজন ছেলেমেয়ে এবং স্ত্রী ও মা বাবার মাঝে জমি ও নগদ অর্থ ত্যাজ্য সম্পদ হিসেবে কিভাবে বন্টন করবে?

প্রশ্ন

আমার আব্বু একটি আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। গতবছর তিনি মারা যান। ওয়ারিশ হিসাবে এখন আমরা ( ২ ভাই, ২ বোন, আমার আম্মু, দাদা এবং দাদি) মোট সাত জন । মৃত্যুর সময় আব্বু কিছু জমি এবং কিছু টাকা রেখে যান ।
এখন আমার প্রশ্নঃ (১) প্রতি একর অনুযায়ী কে কতটুকু জমি পাবে ?
(২) প্রতি লক্ষ টাকা থেকে কে কত টাকা পাবে ?
জানালে খুশী হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

পূর্ণ জমিনকে ১৪৪ ভাগ করবে। এর মাঝে ২৬ ভাগ এক ভাই এবং ২৬ ভাগ আরেক ভাই পাবে। এক বোন পাবে ১৩ ভাগ এবং অন্য বোন ১৩ ভাগ। আপনার আম্মু পাবেন ১৮ ভাগ এবং আপনার দাদা পাবেন ২৪ এবং দাদীও পাবেন ২৪ ভাগ।

ঠিক একইভাবে টাকাও বন্টন হবে।

অর্থাৎ ভাইয়েরা পাবেন নগদ সকল অর্থের মধ্য থেকে প্রতিজন ২৬ ভাগ এবং প্রতি বোন ১৩ ভাগ করে এবং মা ১৮ এবং দাদা ২৪ ও দাদী ২৪ ভাগ।

 

يوصيكم الله فى أولادكم للذكر مثل حظ الأنثيين (النساء-11)

واما للزوجات فحالتان: ……والثمن مع الولد أو ولد الابن وإن سفل (السراجى فى الميراث-19)

أما الأب فله أحوال ثلاث: الفرض المطلق، وهو السدس، وذلك مع الإبن أو ابن الإبن وإن سفل (السراجى فى الميراث-16-17)

وأما للأم فأحوال ثلاث: السدس مع الولد أو ولد الابن وإن سفل (السراجى فى الميراث-27)

واذا اختلط الثمن بكل الثانى أو ببعضه فهو من أربعة وعشرون (السراجى فى الميراث-44)

والثالث أن لا تكون بين سهامهم، ورؤوسهم موافقة، فيضرب كل عدد رؤوس من انكسرت عليهم السهام فى أصل المسئلة وعولها إن كانت عائلة (السراجى فى الميراث-51)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *