প্রচ্ছদ / প্রশ্নোত্তর / চোখে অষুধ ব্যবহার করলে কি রোযা ভঙ্গ হয় নাকি মাকরূহ হয়?

চোখে অষুধ ব্যবহার করলে কি রোযা ভঙ্গ হয় নাকি মাকরূহ হয়?

প্রশ্ন

চোখে অষুধ ব্যবহার করলে কি রোযা ভঙ্গ হয়? কিংবা মাকরূহ হয়? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

চোখে অষুধ ব্যবহারের কারণে রোযা মাকরূহ বা ভঙ্গ কোনটাই হয় না। বরং রোযা বাকি থাকে।

তবে যদি চোখের ওষুধ হলক হয়ে পেটে প্রবেশ করে, তাহলে রোযা ভেঙ্গে যাবে। অন্যথায় ভাঙ্গবে না।

হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত,

ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।-সুনানে কুবরা, বায়হাকী ৪/২৬১।

وأما إذا اكتحل أو أقطر بشيء من الدواء فى عينه لا يفسد الصوم عندنا، وإن وجد طعم ذلك فى حلقه (الفتاوى التاتارخانية-3/379، رقم-4630)

ولو أقطر شيئا من الدواء فى عينه لا يفطر صومها عندنا، وإن وجد طعمه فى حلقه، الفتاوى الهندية-قديم-1/203، جديد-1/266

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *