প্রশ্ন
From: মোস্তাফিজ
বিষয়ঃ টিচার হয়ে পরিক্ষা হলে গার্ড দেয়ার হুকুম কি?
প্রশ্নঃ
পরীক্ষা হলে নকল চলাকালীন সময় উপরস্থ কর্মকর্তার নির্দেশ অনুযায়ি বা নেতার নির্দেশ অনুযায়ি নকলে বাঁধা না দিলে আমি দায়ি থাকবো কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যা। দায়ী হবেন। এটা আমানতের খিয়ানত। ছাত্ররা যেন কোন প্রকার নকল না করে সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়, এটা দেখাশোনা করার দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের।
এর লঙ্ঘণের অধিকার উপরস্থ কর্মকর্তার নেই। এটা তার ব্যক্তিগত এবং আইনবিরোধী আদেশ। যা মানতে অধীনত কেউ বাধ্য নয়।
তাই আপনার উচিত ছাত্রদের নকল করতে না দেয়া। যদি ইচ্ছেকৃত নকল করতে দেয়া হয়, তাহলে আদেশদাতা এবং সুযোগদাতা উভয়ে গোনাহগার হবেন।
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
عن ابن عمر قال : قال رسول الله صلى الله عليه و سلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإن أمر بمعصية فلا سمع عليه ولا طاعة
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ কোন মুসলমান ব্যক্তির উপর কারো আনুগত্ব ও অনুগামিতা খুশি মনে করুক বা বাধ্য হয়ে করুক ততক্ষণ পর্যন্ত করতে পারে, যতক্ষণ পর্যন্ত লোকটি তাকে গোনাহের নির্দেশ না দেয়, যদি গোনাহের নির্দেশ দেয়, তাহলে তার আনুগত্ব ও অনুগামিতা বৈধ নয়। {সুনানে তিরমিজী, হাদীস নং-১৭০৭}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]