প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / মৃত ব্যক্তির ওসিয়তের কুরবানী কে আদায় করবে?

মৃত ব্যক্তির ওসিয়তের কুরবানী কে আদায় করবে?

প্রশ্ন

একজন ব্যক্তি অসিয়ত করে গেল, যে আমার মৃত্যুর পর তোমরা আমার সম্পদ থেকে কোরবানি‌ দিবা, উনি মারা যাবার পর উনার সম্পদ সব ছেলেমেয়ের মাঝে বন্টন হয়ে গেল।

প্রশ্ন হচ্ছে এখন‌ উনার অসিয়ত কতদিন‌ পর্যন্ত বলবৎ থাকবে, এখনতো উনার সম্পদ ভাগবাটোয়ারা হয়ে গেছে, এখন‌ উনার অসিয়তের কোরবানি কে দিবে, কতদিন দিবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মৃত ব্যক্তির ওসিয়ত তার সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে আদায় করতে হয়। তারপর ওয়ারিসদের মাঝে  সম্পদ বন্টন করাই বিধান।

ওসিয়তের টাকা আলাদা রাখতে হয়। এটা বন্টনের আগেই করবে। তারপর সম্পদ বন্টন করবে।

সুতরাং মৃত ব্যক্তির ওসিয়তের কুরবানীর টাকা আলাদা না রেখে সম্পদ বন্টন করা ঠিক হয়নি।

এখন সকল ওয়ারিসীনদের উচিত সম্মিলিতভাবে তার ওসিয়তটি পূর্ণ করা। উক্ত ওসিয়তের কুরবানীর গোশত আত্মীয় স্বজন কেউ খেতে পারবে না। পুরোটা দান করে দিতে হবে।

মৃতের কুরবানীর ওসিয়ত একবার কুরবানী করার দ্বারাই আদায় হয়ে যাবে। প্রতি বছর করার প্রয়োজন নেই।

تتعلق بتركة الميت حقوق أربعة مرتبة، الأول يبدأ بتكفينه وتجهيزه من غير تبذير ولا تقتير، ثم تقضى ديونه من جميع ما بقى من ماله، ثم تنفذ وصياه من ثلث ما بقى بعد الدين، ثم تقسم الباقى بين ورثته بالكتاب والسنة واجماع الامة (السيراجى فى الميراث-8-10)

(قَوْلُهُ وَعَنْ مَيِّتٍ) أَيْ لَوْ ضَحَّى عَنْ مَيِّتٍ وَارِثُهُ بِأَمْرِهِ أَلْزَمَهُ بِالتَّصَدُّقِ بِهَا وَعَدَمِ الْأَكْلِ مِنْهَا، (ردالمحتار علی الدر-9/484)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *