প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / বাংলাদেশ থেকে বিদেশের অনলাইন সার্ভে করে টাকা উপার্জন করার হুকুম কী?

বাংলাদেশ থেকে বিদেশের অনলাইন সার্ভে করে টাকা উপার্জন করার হুকুম কী?

প্রশ্ন

From: ইরফান আহম্মেদ
বিষয়ঃ অনলাইন সার্ভে

প্রশ্নঃ
আমি একজন ভার্সিটিপড়ুয়া ছাত্র। পড়ালেখার পাশাপাশি কিছু আয়ের উদ্দেশ্যে অনলাইনে উপার্জনের জন্য ঘাটাঘাটি করতে থাকি। ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং বেশ জটিল হওয়ায় অনলাইনে survey করার চিন্তাভাবনা শুরু করি, যা তুলনামূলক সহজ ও সাবলীল। সার্ভে মূলত ছোট ছোট বিভিন্ন জরিপের বিনিময়ে সাইট গুলো নির্দিষ্ট পরিমাণ ডলার দিবে। (সার্ভে বিষয়ক তথ্যের জন্যঃ http://bit.ly/2i3IcVt )

কিন্তু, সার্ভে করে আয় করার জন্য বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত, ৯৯% সার্ভেই শুধুমাত্র আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও আরো অল্প কিছু দেশের বাসিন্দাদের জন্য। বাংলাদেশের বাসিন্দাদের কোনো কাজ এতে দেয়া হয়না। এই সমস্যার সমাধানে বাংলাদেশের IP ব্যবহার না করে VPS কিনে আমেরিকান IP adress ব্যবহার করে সহজেই সার্ভে করার পরামর্শ পাই Expert দের কাছ থেকে। (VPS সম্পর্কিত তথ্যের জন্যঃ http://bit.ly/2i3zGFQ )

আমার প্রশ্ন হলো, এইভাবে আমেরিকান IP ব্যবহার করে সার্ভে করা শরীয়তসম্মত হবে কিনা?

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেহেতু সার্ভে করা হয়ে থাকে কোম্পানীর পণ্য চাহিদা বুঝার জন্য। যে রাষ্ট্রের মানুষ সেই পণ্য ক্রয় করে তাদের জন্যই মূলত এ জরিপের ফল প্রযোজ্য।

ভিন্ন রাষ্ট্রের বা যে স্থানে এর কোন প্রয়োজন নেই তাদের জন্য এসব জরিপে যোগ দিয়ে পণ্যের কৃত্রিম চাহিদা দেখানোর কাজ করা ধোঁকাবাজী।

এ কারণে অনলাইন সার্ভে করা যেমন জায়েজ নয়, তেমনি এক দেশে থেকে অন্য দেশের আইপি এড্রেস ব্যবহার করে জরিপে অংশ নেয়াও বৈধ নয়।

সুতরাং অনলাইন সার্ভে করে উপার্জন বৈধ হবে না।


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *