প্রচ্ছদ / নাম ও বংশ/নবজাতক / অনাথ শিশুর জন্য তার আসল পিতার বদলে দত্তক নেয়া পিতা মাতার পরিচয় দেয়া কি বৈধ?

অনাথ শিশুর জন্য তার আসল পিতার বদলে দত্তক নেয়া পিতা মাতার পরিচয় দেয়া কি বৈধ?

প্রশ্ন

From: Md. Abu Sufian
বিষয়ঃ Child

প্রশ্নঃ
Orphans girls taken form his mother by other people, now is it appropriate for that girls she hide her original parent’s identification.

উত্তর

بسم الله الرحمن الرحيم

no, it is not Approved to hide her original parent’s identification.

The child should not take up the name of the parents who have adopted him. Hence, one should not change the lineage of an adopted child and substitute the name of his biological parents with that of the adoptive parents. The child should always be attributed to the biological parents so that it becomes common knowledge amongst the people who the biological parents are. Thus, he should keep the name of his biological father.  Rasulullah (Sallalahu Alaihi Wasallam) had adopted Zaid bin Harithah as a son before prophethood.  People initially called him Zaid bin Muhammad (Zaid the son of Muhammad (Sallalahu Alaihi Wasallam) until Allah Ta’ala revealed the following ayahs:

مَا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِنْ قَلْبَيْنِ فِي جَوْفِهِ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُظَاهِرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ذَلِكُمْ قَوْلُكُمْ بِأَفْوَاهِكُمْ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ . ادْعُوهُمْ لِآَبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ فَإِنْ لَمْ تَعْلَمُوا آَبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا.

Translation: Allah has not made for any man two hearts in his (chest) cavity, nor did he make your wives whom you subjected to zihar, your mothers, nor did he make your adopted sons your (real) sons.  That is (merely) a word uttered by your mouths.  And Allah says the truth and He shows the (right) way.  Call them by (the name of) their (real) fathers; It is more equitable in the sight of Allah.  And if you do not know their fathers, then they are your brothers in faith and your friends.  And there is no sin on you in the mistake you make, but in that which you do with intention of your heart and Allah is Most-Forgiving, Very-Merciful.(Al-Ahzaab:4)

 

সংক্ষেপ বাংলা অনুবাদ

প্রশ্ন

অনাথ শিশুদের তার মায়ের কাছ থেকে অনেকে দত্তক নিয়ে থাকে। এখন উক্ত শিশুটির জন্য তার আসল বাবার নাম গোপন রেখে দত্তক নেয়া পিতা মাতার পরিচয়ে বড় হওয়া তার জন্য কি জায়েজ আছে?

উত্তর

যদি আসল বাবার নাম  জানা থাকে, তাহলে তার নামেই তাকে পরিচিত করাতে হবে। দত্তক নেয়া পিতা মাতাকে আসল পিতা মাতা বলে পরিচয় দেয়া যাবে না। যদিও এমনিতে তাদেরকে বাবা মা বলাতে কোন সমস্যা নেই। কিন্তু আসল বাবা মা পরিচয় দেয়া যাবে না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়তপ্রাপ্তীর আগে হযরত জায়েদ বিন হারেছা রাঃ কে দত্তক নিয়েছিলেন। তখন অনেকেই হযরত জায়েদকে ‘জায়েদ বিন মুহাম্মদ বলতো’ তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন:

مَّا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِي جَوْفِهِ ۚ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُظَاهِرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ ۚ وَمَا جَعَلَ أَدْعِيَاءَكُمْ أَبْنَاءَكُمْ ۚ ذَٰلِكُمْ قَوْلُكُم بِأَفْوَاهِكُمْ ۖ وَاللَّهُ يَقُولُ الْحَقَّ وَهُوَ يَهْدِي السَّبِيلَ [٣٣:٤]

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ ۚ فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءَهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ ۚ وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُم بِهِ وَلَٰكِن مَّا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ ۚ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا [٣٣:٥]

আল্লাহ কোন মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন।

তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [সূরা আহযাব-৩-৪]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *