প্রশ্ন
আসসসালামু আলাইকুম,
আমি একজন প্রকৌশল বিদ্যার ছাত্র। আমার প্রশ্ন হলো-
অমুসলিমদের নিকট দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোন মুলনীতি অনুসরণ করতে হবে?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبكاته
بسم الله الرحمن الرحيم
অমুসলিমদের দাওয়াত পদ্ধতি
অমুসলিমদের মাঝে দাওয়াত দেয়ার ক্ষেত্রে কী মূলনীতি অনুসরণ করতে হবে? এটা আসলে অনেক বড় বিষয়। এখানে কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করছি। যেমন-
১- মতবিরোধপূর্ণ বিষয় এড়িয়ে প্রথমে সর্বসম্মত বিষয়ে দাওয়াত দেয়া।
২- যে ধর্মাবলম্বী সম্পর্কে দাওয়াত দেয়া হচ্ছে,তার মৌলিক বিশ্বাস সম্পর্কে জানা থাকা। তারপর সবচে’শক্তিশালী দলিল দিয়ে প্রথম আলোচনা আরম্ভ করা।
৩- ইসলামই একমাত্র ধর্ম। এটাই বর্তমানে জাহান্নাম থেকে মুক্তির পথ এ বিষয়টি কুরআন হাদীসের আলোকে আবেগ ও মমতার সাথে বুঝানো।
৪- ইসলাম সবার ধর্ম, ইসলামই মালিকের ধর্ম। আর আমাদের তাদের সবার মালিকই আল্লাহ তাআলা এমন দলীলসহ দাওয়াত দেয়া।
ইত্যাদি বিষয় ছাড়াও অনেক কিছু লক্ষ্য রাখা উচিত। এ বিষয়ে আরো জানতে পড়–ন-
১- প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দীকী রচিত আপনার আমানত আপনার সেবায়।
২-মাওলানা শামসুল হক ফরীদপুরী রহঃ গ্রন্থাবলী।
৩- হিন্দুভাইদের দাওয়াত দেয়ার পথ ও পদ্ধতি।
৪- ভারতীয় নওমুসলিমদের ঈমান জাগানিয়া সাক্ষাৎকার মাওলানা যাইনুল আবেদীনের অনূদিত।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।