প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / বাইতুল্লায় জামাতে নামায পড়াকালে মহিলার পিছনে পিছনে দাঁড়ানো পুরুষের নামায হবে কি?

বাইতুল্লায় জামাতে নামায পড়াকালে মহিলার পিছনে পিছনে দাঁড়ানো পুরুষের নামায হবে কি?

প্রশ্ন

হজ্জ বা উমরা করতে গিয়ে জামাতে নামায পড়ার সময় যদি মহিলা সামনের কাতারে দাঁড়ায়, আর তার পিছনে পুরুষ দাঁড়ায়, তাহলে উক্ত পুরুষের নামাযের হবে কি? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি মহিলা জামাতে শরীক হয়, আর ইমাম সাহেব মহিলাদের ইমামতীরও নিয়ত করে থাকে, তাহলে মহিলার নামায শুদ্ধ হয়ে যাবে। কিন্তু তার কারণে তার ডান পাশে ও বাম পাশে দাঁড়ানো পুরুষ মুক্তাদীর নামায নষ্ট হয়ে যাবে।

আর যদি ইমাম মহিলাদের ইমামতীর নিয়ত না করে থাকে, তাহলে কেবল মহিলার নামায ফাসিদ হবে।

وقد صرحوا بان المرأة الواحدة تفسد صلاة ثلاثة، اذا وقفت فى الصف من عن يمينها ومن عن يسارها ومن خلفها (رد المحتار-2/316، هداية-1/124)

فإن حاذتة فى صلاة مشتركة تحريمة وأداء فسدت صلاته إن نوى إمامتها وإلا صلاتها (شرح وقاية-1/154)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *