প্রচ্ছদ / ক্রয়-বিক্রয় / হিন্দুদের পূজা সামগ্রী ও সিঁদুর বিক্রি করার হুকুম কী?

হিন্দুদের পূজা সামগ্রী ও সিঁদুর বিক্রি করার হুকুম কী?

প্রশ্ন

শ্রদ্ধেয় স্যার:

আসসালামু আলাইকুম। আমি প্রসাধনী ব্যবসা এর সহিত জড়িত। আমি মুসলমান। আমি জানতে চাই, সিঁদুর, পূজা সামগ্রী, হিন্দুদের শেষকৃত্যের উপকরণ ইত্যাদি ক্রয়-বিক্রয় করা যাইবে কিনা। অবশ্যই এগুলি হিন্দুদের নিকট বিক্রয় করিব। কোরআন ও হাদিসের আলোকে জবাব দিলে উপকৃত হব।

নিবেদক

মোহাম্মদ সাহেদ আবেদীন

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। এটা জায়েজ নয়। এসব বিক্রি পরিহার করতে হবে।

ما قامت المعصية بعينه يكره بيعه تحريما وإلا فتنزيها (رد المحتار-9/561)

وعندهما يكره له ذلك لوجود الإعانة على المعصية، وقد صح أن النبى صلى الله عليه وسلم لعن فى الخمر عشرا وعد منها حاملها والمحمول إليه (مجمع الأنهر، كتال الكراهية، فصل الكسب-4/188، قديم-2/530)

وكذا فى رد المحتار، كتاب الحظر والإباحة، باب الاستبراء وغيره-9/562، البحر الرائق-8/372

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *