প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / জানাযা নামাযে কোন কাতারে দাঁড়ানো উত্তম?

জানাযা নামাযে কোন কাতারে দাঁড়ানো উত্তম?

প্রশ্ন

আমরা জানি যে, ফরজ নামাযের সময় সামনে কাতারে দাঁড়ানো সবচে’ উত্তম। জানাযার নামাযেও কি একই? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

না। জানাযার নামাযে পেছনের কাতারে দাঁড়ানো সর্বোত্তম।

কারণ, এতে বিনয় ও নম্রতা প্রকাশ পায়।

أفضل صفوف الرجال فى الجنازة آخرها، وفى غيرها أولها إظهارا للتواضع لتكون شفاعته أدعى للقبيول (حلبى كبير، فصل فى الجنائز-588، رد المحتار، كتاب الصلاة، باب صلاة الجنازة-3\112، الفتاوى التاتارخانية-2\275، رقم-2410)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *