প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / তালাকের সন্দেহ হলে কী তালাক পতিত হয়?

তালাকের সন্দেহ হলে কী তালাক পতিত হয়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হযরত আমি আব্দুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি যখন শরহে বেকায়া পড়ি তখন কলেজের একটা ছেলে একদিন বলতে শুনেছি যে, সে বলছে “আমি যত বিয়ে করব সব তালাক”।

তখন আমিও মনে হয় সেইম এ কথাটি বলেছি এবং আমি ক্লাসে হুজুর কে প্রশ্নও করি কিন্তু হুজুর কিছু সমাধান দেননি।

পরবর্তীতে আমার কিছুই স্মরণ ছিল না।

আমি প্রায় পাঁচ বছর হয়েছে বিয়ে করেছি। আমার সন্তান আছে।

এই পাঁচ বছরে কখনো এই কথা মনে পরে নাই।

তবে কিছু দিন পূর্বে এক লোক তালাকের মাসআলা জানার জন্য আসলে আমার স্মরণ হয়।

কিন্তু আমি সঠিক করে মনে করতে পারতেছিনা বলছি কিনা?

এখন আমি ভীষণ পেরেশানীতে আছি।

কিছু মুফতী বন্ধুদের সাথে পরামর্শ করলে আপনার কাছে সমাধান চাওয়ার পরামর্শ দেন। আমি এস্তেখারা করলে কয়েকদিন ফলাফল ভালো আসে।

হুজুর আপনার মুহতাজ কষ্ট করে বিষয়টি দেখলে উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব।

 

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এক নাম্বার বিষয় হল, আপনি একথা বলছেন কি না? সেটাই ঠিক নেই।

আর সন্দেহের বশে কোন বিধান প্রযোজ্য হয় না।

সুতরাং এ চিন্তা মাথা দূরে করে ফেলুন।

منها شك هل طلق أم لا لم يقع (الأشباه-108، جديد-196)

عدم الشك من الزوج فى الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه (بدائعل الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة-3\126، جديد-3\199)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *