প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / লাশের খাটিয়া কাঁধে রাখা অবস্থায় জানাযা পড়া যাবে?

লাশের খাটিয়া কাঁধে রাখা অবস্থায় জানাযা পড়া যাবে?

প্রশ্ন

হুজুর আমাদের এলাকায় বন্যার পানিতে সব ভেসে গেছে। জানাযা পড়ার মত কোন শুকনো জায়গা নেই। এখন প্রশ্ন হল, খাটিয়ায় লাশ রেখে যদি চারজন চারপাশ থেকে ধরে উঁচু করে রাখে।

তাহলে ইমাম যদি লাশের সামনে দাঁড়ায় এবং বাকিরা পেছনে ইকতিদা করে জানাযা আদায় করে, তাহলে কি জানাযা আদায় হবে? দয়া করে দ্রুত জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

এমনিতে যদি শুকনো স্থান থাকে, যেখানে লাশ রেখে জানাযা পড়া যায়। তাহলে এমতাবস্থায় এভাবে জানাযা পড়লে নামায হবে না।

কিন্তু উপরোক্ত উজর তথা বন্যার পানির কারণে এভাবে লাশ কাঁধে রেখে জানাযা পড়লেও জানাযা আদায় হয়ে যাবে।

و” السادس “كون الميت” موضوعا “على الأرض” لكونه كالإمام من وجه “فإن كان على دابة أو على أيدي الناس لم تجز الصلاة على المختار إلا” إن كان “من عذر” كما في التبيين (حاشية الطحطاوى على مراقى الفلاح-582-583، رد المحتار-3/104-105، البحر الرائق-2/315)

وَمِنْ الشُّرُوطِ حُضُورُ الْمَيِّتِ وَوَضْعُهُ وَكَوْنُهُ أَمَامَ الْمُصَلِّي فَلَا تَصِحُّ عَلَى غَائِبٍ وَلَا عَلَى مَحْمُولٍ عَلَى دَابَّةٍ وَلَا عَلَى مَوْضُوعٍ خَلْفَهُ هَكَذَا فِي النَّهْرِ الْفَائِقِ (الفتاوى الهندية-1/164)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *