প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / গোসল ফরজ থাকা অবস্থায় কুরআন তিলাওয়াত করা যায়?

গোসল ফরজ থাকা অবস্থায় কুরআন তিলাওয়াত করা যায়?

প্রশ্ন

হায়েজ নেফাসওয়ালী মহিলা বা গোসল ফরজ হওয়া পুরুষ কি কুরআন তিলাওয়াত করতে পারবে?

আমাদের এক ভাই বলতেছেন যে, পড়া যাবে। এ বিষয়ে নাকি কোন সহীহ হাদীস নেই। দয়া জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হায়েজ ও নেফাস বা গোসল ফরজ থাকা অবস্থায় কুরআন তিলাওয়াত করা যাবে না।

তবে দুআ হিসেবে পড়তে পারবে।

হাদীসের মাঝে এ বিষয়ে পরিস্কার নিষেধাজ্ঞা আসছে:

عَنْ عَلِيٍّ، قَالَ: ” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُنَا الْقُرْآنَ مَا لَمْ يَكُنْ جُنُبًا”

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, শরীর নাপাক না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করাতেন। [মুসনাদে আহমাদ, হাদীস নং-৬২৭,সুনানে তিরমিজী, হাদীস নং-১৪৬, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৭৯৯]

এ হাদীস সম্পর্কে মুহাদ্দিসগণের মন্তব্য:

ইমাম তিরমিজী বলেন,

حَدِيثُ عَلِيٍّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ তথা আলী রাঃ এর হাদীসটি হাসান সহীহ। [সুনানে তিরমিজী, হাদীস নং-১৪৬]

শায়েখ শুয়াইব আলআরনাউত বলেন, হাদীসটির সনদ হাসান। [মুসনাদে আহমাদের টিকা, বর্ণনা নং-৬২৭]

ইবনে হাজার আসকালানী রহঃ বলেন, والحق أنه من قبيل الحسن يصلح للحجة সঠিক কথা হল, এ হাদীসটি হাসান পর্যায়ের। দলীলের যোগ্য। [ফাতহুল বারী-১/৪০৮]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *