প্রচ্ছদ / পর্দা/দুগ্ধপান/হুরমত / দশ পনের কিলোমিটারের সফরের দূরত্বে মাহরাম ছাড়া নারী একা যেতে পারবে?

দশ পনের কিলোমিটারের সফরের দূরত্বে মাহরাম ছাড়া নারী একা যেতে পারবে?

প্রশ্ন

মুফতী সাহেব। আমার প্রশ্ন হল, আমাদের বাড়ি থেকে দশ পনের কিলোমিটার দূরে মহিলা মাদরাসা। আমার প্রাপ্ত বয়স্ক মেয়েকে উক্ত মাদরাসায় ভর্তি করেছি।

প্রতিদিন আমার তাকে মাদরাসায় নিয়ে যাওয়া সম্ভব নয়।

এখন সে একাকী পরিপূর্ণ পর্দার সাথে উক্ত দূরত্বের মাদরাসায় যেতে পারবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদিও সফরের দূরত্বের কম মহিলাদের জন্য পর্দার সাথে নিরাপদ হলে সফর করা মূলত জায়েজ।

কিন্তু বর্তমানের ফেতনার যুগে এভাবে সফর কারাহাত থেকে খালি নয়

তাই সতর্কতা হল মাহরাম ছাড়া এতটুকু দূরত্বের সফরও পরিহার করা।

যথা সম্ভব মাহরামসহই মাদরাসায় যাওয়া উচিত।

لا يحل لإمرأة تؤمن بالله واليوم الآخر أن تسافر مسيرة يوم وليلة ليس معها حرمة (بخارى شريف، كتاب التقصير والصلاة، باب فى كم يقصر الصلاة-1/148، رقم-1077، ف:-1088، صحيح مسلم، كتاب الحج، باب سفر المرأة مع محرم-1/433، رقم-1339)

وروى عن أبى حنيفة وأبى يوسف كراهة خروجها وحدها مسيرة واحدة، وينبغى أن يكون الفتوى عليه لفساد الزمان (رد المحتار، كتاب الحج، مطلب فى قولهم يقدم حق العبد على حق الشرع-3/465، تبيين الحقائق-2/243)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *