প্রশ্ন
অসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
মাসিক আদর্শ নারীর এপ্রিল ২০১১ সংখায় “শূকর মিশ্রিত পণ্য থেকে সাবধান” নামক শিরোনামে একটি লেখা ছাপানো হয়েছিল। উক্ত লেখার এক জায়গায় বলা হয়েছে নিন্মুক্ত ব্যবহার্য সামগ্রীর মধ্যে শূকরজাত পণ্য মিশ্রিত করা হয়।
Camy Soap(ক্যামি সোপ), Lux Soap(লাক্স সোপ), Avery Soap(অ্যভরী সোপ), Zick Soap(যিকট সোপ), Saif Gurd(সেইফ গার্ড), Lata (লতা), Liscap (লিসক্যাপ), Bryl Cream(ব্রাইল ক্রিম)
এই লেখা পড়ার পরে আমি লাক্স সাবান ব্যবহার করা ছেরে দিয়েছি। আবার সম্প্রতি জানতে পারলাম এলকোহল মিশ্রিত শ্যাম্পু ব্যবহার জায়েজ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে উপরোক্ত লেখার মধ্যে Lux Soap(লাক্স সোপ) বলতে কি আমাদের ব্যবহৃত লাক্স সাবানকে বুঝানো হয়েছে? আর যদি তাই হয় তাহলে লাক্স সাবান ব্যবহার করার ক্ষেত্রে শরীয়তের হুকুম কী? আর সেই সাথে আমাদের ব্যবহৃত কোন্ কোন্ সামগ্রীতে হারাম উপাদান রয়েছে মেহেরবানী করে তার একটা লিস্ট দিলে অনেক অনেক উপকৃত হতাম।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোন বস্তুতে শুকরের তেল বা শুকর ব্যবহার করা হয়, তাহলে উক্ত প্রতিষ্ঠানের প্রোডাক্ট ম্যানেজারের থেকে জেনে নেয়া উচিত। তবে একটি ঊসুল জেনে রাখলে এসবের হুকুম আপনি নিজেই বের করে নিতে পারবেন। সেটা হল-
হারাম কোন বস্তু যেমন শুকর ইত্যাদির যদি এমনভাবে রিফাইন করা হয় যে, এসবের কোন মৌলিকত্ব বাকি না থাকে, তাহলেও উক্ত বস্তু ব্যবহার করা জায়েজ আছে। আর যদি সেসব হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে, তাহলে উক্ত বস্তু যাতে মিশ্রিত করা হবে, তা ব্যবহার করা জায়েজ হবে না। {নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২}
أما (الخمر) إذا خلله بعلاج بالملح أو بغيره يحل عندنا (الفتاوى الهندية،كتاب الأشربة وفيه بابان الباب الأول في تفسير الأشربة والأعيان التي تتخذ منها الأشربة وأسماؤها وماهياتها وأحكامه-5/410
অনুবাদ-মদকে যখন লবন বা অন্য কিছু দ্বারা সির্কা বানিয়ে ফেলা হয়, তখন তা হালাল হয়ে যায়। {ফাতওয়ায়ে হিন্দিয়া-৫/৪১০, মাজমাউল আনহুর-৪/২৫১, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৭/২১৮}
এ মূলনীতির উপর ভিত্তি করে বুঝে নিন বিদেশী পণ্য ব্যবহার করার বিধান। যদি শুকর বা অন্য কোন হারাম বস্তু মিশ্রিত হয়, আর মিশ্রিত করার আগে তাকে এমনভাবে প্রসেসিং করে যে, হারাম বস্তুটির মৌলিকত্ব বাকি থাকে না, তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে, আর যদি মৌলিকত্ব বাকি থাকে তাহলে তা ব্যবহার করা জায়েজ হবে না। আশা করি আপনিই প্রশ্নে উল্লেখিত সাবানসমূহের বিধান বের করে নিতে পারবেন।
বিঃদ্রঃ
আমাদের জানা মতে এসব কোম্পানীর মালিক ইহুদী। তাই এসব পণ্য বর্জন করা উচিত। আমাদের দেশীয় পণ্য ব্যবহার করা উচিত।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।