প্রশ্ন
আমি ইকবাল চট্টগ্রাম,,, জৈনক মহিলা তার নাবালেগ মেয়েকে পরিবারকে না জানিয়ে একটি ছেলের সাথে বিবাহ দিতে চান, বিবাহ দেয়ার নিয়ম_মেয়ের মা, খালা, খালু, উপস্থিত থাকবে সাক্ষী হিসেবে আর ছেলে সরাসরি নাবালেগ মেয়েকে (বয়স ১১ বছর) ইজাব করবে আর মেয়ে কবূল করবে। উক্ত সুরতে বিবাহ সহিহ হবে কিনা?
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, বিয়েটি শুদ্ধ হয়ে যাবে।
তবে মেয়েটি বালেগ হবার পর উক্ত বিয়ে রাখা ও না রাখা বিষয়ে অধিকার পাবে। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হবার পর ইচ্ছে হলে বিয়েটি বহাল রাখতে পারে, আর ইচ্ছে হলে তা ভেঙ্গে দিতে পারে।
তবে প্রাপ্ত বয়স্ক হবার পর যদি বিয়ে ভাঙ্গা বিষয়ে কোন কিছু না বলে সংসার করতে থাকে, তাহলে বিয়েটি পূর্ণতা পেয়ে যাবে। এরপর আর মেয়েটি বিয়ে ভাঙ্গতে পারবে না।
وللولى إنكاح الصغير والصغيرة جبرا (رد المحتار-4/170، البحر الرائق-3/118، النهر الفائق-2/208)
لو كان لها أب وجد وزجت نفسها كذلك توقف، لأن له مجيزا وقت العقد، لأن الأب والجد يملكان العقد بذالك (رد المحتار-4/198، فتح القدير-3/309، البحر الرائق-3/110)
صغيرة زوجت نفسها ولا ولى ولا حاكم ثمه توقف، ونفذ بإجازتها بعد بلوغها، لأنه له مجيز وهو السلطان (رد المحتار-4/198)
وشرط حضور شاهدين حرين أو حر وحرتين مكلفين سامعين قولهما معا الخ (رد المحتار-4/87-91)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]