প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / দ্বিতীয় স্ত্রীর মেয়ের সাথে প্রথম স্ত্রীর ছেলেকে বিবাহ দেয়া যাবে?

দ্বিতীয় স্ত্রীর মেয়ের সাথে প্রথম স্ত্রীর ছেলেকে বিবাহ দেয়া যাবে?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, সিদ্দীক সাহেব প্রথমে একটি বিয়ে করেন। তার একটি ছেলে হয়। তারপর উক্ত স্ত্রী মারা যান।

তারপর তিনি এক বিধবা মহিলাকে বিয়ে করেন। যার সাথে আগের স্বামীর পক্ষ থেকে একটি মেয়ে আছে।

সিদ্দীক সাহেব তার এ দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের উক্ত মেয়ের সাথে নিজের সন্তানের বিয়ে দিতে চাচ্ছেন।

এখন আমার প্রশ্ন হল, এভাবে তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক কতটুকু শরীয়ত সম্মত? দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

তাদের দু’জনের মাঝে বিবাহে শরয়ী কোন বিধিনিষেধ নেই। বিবাহ শুদ্ধ হবে।

ولا بأس أن يتزوج الرجل امرأة ويتزوج ابنه أمها أو بنتها، لأنه لا مانع وقد تزوج محمد بن الحنفية امرأة وزوج ابنه بنتها (البحر الرائق، كتاب النكاح، فصل فى المحرمات-3/173)

قال الخير الرملى: ولا تحرم بنت زوج الأم، ولا أمه، ولا أم زوجة الأب، ولا بنتها (رد المحتار-4/105)

ولا بأس بأن يتزوج الرجل امرأة ويتزوج ابنه ابنتها، أو أمها (الفتاوى الهندية-1/277، جديد-1/342

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *