প্রশ্ন
কোন ব্যক্তির নামে মসজিদ নির্মাণ জায়েজ আছে কি? যেমন আব্দুল কাদির জিলানী মসজিদ। মসজিদে আবূ হুরায়রা রাঃ ইত্যাদি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, জায়েজ আছে। তবে এসব বুজুর্গ বা নবী কিংবা সাহাবীর নামে মসজিদ নির্মাণ করলে মসজিদের আলাদা কোন মর্যাদা বৃদ্ধি পায় না। স্বাভাবিক মসজিদের যে হুকুম, বুজুর্গ বা ওলী, নবী কিংবা সাহাবীগণের নামের মসজিদের মর্যাদা একই।
بَابٌ: هَلْ يُقَالُ مَسْجِدُ بَنِي فُلاَنٍ؟
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الوَدَاعِ، وَسَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ (صحيح البخارى، رقم الحديث-420،410
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।