প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / ব্যক্তির নামে মসজিদের নামকরণের হুকুম কি?

ব্যক্তির নামে মসজিদের নামকরণের হুকুম কি?

প্রশ্ন

কোন ব্যক্তির নামে মসজিদ নির্মাণ জায়েজ আছে কি? যেমন আব্দুল কাদির জিলানী মসজিদ। মসজিদে আবূ হুরায়রা রাঃ ইত্যাদি।

উত্তর

بسم الله الرحمن الرحيم

হ্যাঁ, জায়েজ আছে। তবে এসব বুজুর্গ বা নবী কিংবা সাহাবীর নামে মসজিদ নির্মাণ করলে মসজিদের আলাদা কোন মর্যাদা বৃদ্ধি পায় না। স্বাভাবিক মসজিদের যে হুকুম, বুজুর্গ বা ওলী, নবী কিংবা সাহাবীগণের নামের মসজিদের মর্যাদা একই।

بَابٌ: هَلْ يُقَالُ مَسْجِدُ بَنِي فُلاَنٍ؟

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الوَدَاعِ، وَسَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ (صحيح البخارى، رقم الحديث-420،410

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *