প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / মসজিদের ভিতরে কোন কিছু লেখার হুকুম কি?

মসজিদের ভিতরে কোন কিছু লেখার হুকুম কি?

প্রশ্ন

আস্ সালামু আলাইকুম ।

জনাব,

আমার প্রশ্ন হলোঃ মসজিদের বিভিন্ন জায়গায় বা মিম্বরের উপরে ডান দিকে আল্লাহ এবং বাম দিকে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখা হয় আবার পাশা পাশি আল্লাহ এবং মুহাম্মাদ লেখা হয় এটা জায়েয নাকি না জায়েয ?

আমি শুনেছি আলেমগণ এটাকে নিষেধ করেছেন ।

এ ব্যাপারে দলীল সহ জানালে বাধিত হবো ।

বিনীত নিবেদক,

সামীউর রহমান শামীম

রাজশাহী

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এ বিষয়ে ফুক্বাহায়ে কেরামের মাঝে মতভেদ আছে। একদল ফুক্বাহার মতে মসজিদের ভিতরে কোন প্রকার লেখাই জায়েজ নয়।

আরেক দল এমন লেখা যার দ্বারা কুফর বা শিরক আবশ্যক হয় না, এমন লেখা যদি এমন স্থানে লেখে, যার কারণে নামাযের খুশু-খুশু নষ্ট না হয়, তাহলে জায়েজ। নতুবা জায়েজ নয়।

সেই হিসেবে মসজিদে এসব না লেখাই উচিত।

وَلَيْسَ بِمُسْتَحْسَنٍ كِتَابَةُ الْقُرْآنِ عَلَى الْمَحَارِيبِ وَالْجُدْرَانِ لِمَا يُخَافُ مِنْ سُقُوطِ الْكِتَابَةِ وَأَنْ تُوطَأَ وَفِي جَامِعِ النَّسَفِيِّ مُصَلَّى أَوْ بِسَاطٌ فِيهِ أَسْمَاءُ اللَّهِ تَعَالَى يُكْرَهُ بَسْطُهُ وَاسْتِعْمَالُهُ فِي شَيْءٍ وَكَذَا لَوْ كَانَ عَلَيْهِ الْمَلِكُ لَا غَيْرُ أَوْ الْأَلِفُ وَاللَّامُ وَحْدَهَا وَكَذَا يُكْرَهُ إخْرَاجُهُ عَنْ مِلْكِهِ إذَا لَمْ يَأْمَنْ مِنْ اسْتِعْمَالِ الْغَيْرِ فَالْوَاجِبُ أَنْ يُوضَعَ فِي أَعْلَى مَوْضِعٍ لَا يُوضَعُ فَوْقَهُ شَيْءٌ وَكَذَا يُكْرَهُ كِتَابَةُ الرِّقَاعِ وَإِلْصَاقُهَا فِي الْأَبْوَابِ لِمَا فِيهِ مِنْ الْإِهَانَةِ اهـ. وَاَللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ بِالصَّوَابِ.

 (البحر الرائق، كتاب الصلاة، باب الوتر والنوافل-2/65، مجمع الأنهر، كتاب الصلاة، فَصْلٌ مَا يُكْرَهُ فِي الصَّلَاةَ-1/162)

وَيُكْرَهُ أَنْ تَكُونَ مَنْقُوشَةً بِصُوَرٍ أَوْ كِتَابَةٍ (البحر الرائق، كتاب الوقف، فصل فى احكام المساجد-5/420

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *