প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / জানাযার নামায জুতার উপর দাঁড়িয়ে পড়ার হুকুম কী?

জানাযার নামায জুতার উপর দাঁড়িয়ে পড়ার হুকুম কী?

প্রশ্ন:

মুহতারাম , আমি একজন নামাজি ব্যক্তি , ইসলামি বিধিবিধানগুলো পুরোপুরি মানার চেষ্টা করি , অনেকদিন থেকে দেখি আমাদের এলাকায় কোন মানুষ মারা গেলে , অনেকেই জানাযা পড়ার সময় জুতার উপর দাঁড়িয়ে জানাযার নামাজ পড়ে , জানার বিষয় হলো জুতার উপর পা রেখে জানাযা পড়ার বিধান কি?

নিবেদক :
নাছিমুল ইসলাম
বাঁশপাড়া , ফেনী

উত্তর:
بسم الله الرحمن الرحيم

প্রশ্নোক্ত ক্ষেত্রে জুতার যে অংশের উপর পা রাখা হয় , তা পাক হলে নামাজ সহীহ হবে।

এমন কি জুতা পবিত্র হলে, তা পরিধান করা অবস্থায় নামায পড়তেও কোন সমস্যা নেই।

جاء في ” البحرالرائق ” 2/ 315 ، شرطها ( أي لصلاة الجنازة، قال الراقم ) إسلام الميت وطهارته …… في القنية، الطهارة من النجاسة في الثوب و البدل و المكان و ستر العورة ، شرط في حق الإمام و الميت جميعا، و قد منا في باب شروط الصلاة أنه قام على النجاسة وفي رجليه نعلان لم يجز ، ولو افترش نعليه وقام عليهما جازت ، وبهذا يعلم ما يفعل في زماننا من القيام على النعلين في صلاة الجنازة لكن لا بد طهارة النعلين كما لا يخفى ، انتهى

و كذا في ” الفتاوى الهندية ” 1/ 62 ، وفي “حاشية الطحطاوي على مراقي الفلاح ” ص 582 ، و في “إمداد الأحكام” 2/ 446

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. ইসমাঈল
শিক্ষার্থী : ইফতা বিভাগ- মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …