প্রশ্ন
হযরত মুফতি সাহেব, আমারপ্রশ্নঃ-
আমি একজন ইমাম এবং হোমিও ডাক্তার আমি যদি মহিলা রোগীর চিকিৎসা করতে চাই তাহলে কি পর্দার অন্তরালে রেখে রোগের লক্ষন শুনে চেহারা না দেখে ঔষধ দিতে পারব? এতে আমার ইমামতির কোন ক্ষতি হবে কি না? মেহের বানি করে দলিল ভিত্তক তাড়াতাড়ি জানালে উপকৃত হতাম।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ, যদি পূর্ণ পর্দা রক্ষা করে, পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় কথা শুনে চিকিৎসা করে থাকেন, তাহলে তা জায়েজ আছে। এতে আপনার ইমামতীর কোন ক্ষতি হবে না।
يجوز الكلام المباح مع إمرأة أجنبية (رد المحتار-9/529)
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَمِعَ نُوَّاحَةً بِالْمَدِينَةِ لَيْلًا، فَأَتَى عَلَيْهَا فَدَخَلَ فَفَرَّقَ النِّسَاءَ فَأَدْرَكَ النَّائِحَةَ فَجَعَلَ يَضْرِبُهَا بِالدِّرَّةِ، فَوَقَعَ خِمَارُهَا فَقَالُوا: شَعْرَهَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، فَقَالَ: «أَجَلْ فَلَا حُرْمَةَ لَهَا» (مصنف عبد الرزاق-3/557، رقم-6682)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।