প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ঋতুস্রাব শেষে গোসলের হুকুম কী?

ঋতুস্রাব শেষে গোসলের হুকুম কী?

প্রশ্ন :

আমি একজন চাকরিজীবী মহিলা । অনেক সময় অফিসে থাকার কারনে ঋতুস্রাব শেষে সর্বদা গোসল করতে পারি না । জানার বিষয় হলো , ঋতুস্রাব শেষে গোসলের বিধান কি?

নিবেদক :
ফাতেমা আক্তার
সিলেট

উত্তর :
بسم الله الرحمن الرحيم

ঋতুস্রাব শেষে গোসল করা ফরজ । তাই গোসলকে এই পরিমান বিলম্ব করা গুনাহ , যার মধ্যে এক ওয়াক্ত নামায অতিবাহিত হয়ে যায় । সুতরাং ভবিষ্যতে এ ব্যাপারে সতর্কতা কাম্য ।

قال الله تعالى : فاعتزلوا النساء في لمحيض ، و لا تقربوهن حتى يطهرن الخ …….( سورة البقرة ، الاية 222 )

قال السيوطي رح في تفسيره جلالين مع جمالين 1/ 348 ( ط. لاسلامية ) حتى يطهرن اي يغتسلن بعد انقطاعه،  انتهى.

عن عائشة رضي الله عنها ان فاطمة بنت أبي حبيش كانت تستحاض فسألت النبي صلى الله عليه وسلم فقال ذالك عرق و ليست بالحيض فاذا أقبلت الحيضة فدعى الصلاة إذا أدبرت فاغتسلى و صلى . انتهى .

والله اعلم بالصواب
উত্তর লিখনে :
মুহা.আব্দুল্লাহ আল মামুন
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামীয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …