প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / গোসল ফরজ থাকা অবস্থায় খানা খাওয়ার হুকুম কী?

গোসল ফরজ থাকা অবস্থায় খানা খাওয়ার হুকুম কী?

প্রশ্ন:

মুহতারাম জানাবাত (অপবিত্র) অবস্থায় খানা-পিনা করার হুকুম কী ? জানালে উপকৃত হবো।

উত্তর
بسم الله الرحمن الرحيم

জানাবাত (অপবিত্র) অবস্থায় খানা-পিনা করা যাবে। তবে উত্তম হলো খাওয়ার পূর্বে (গরগরা ) কুলি করা , এবং উভয় হাত ধৌত করে নেয়া।

اخرج الإمام أبو داد في سننه بسنده المتصل كتاب الطهارة ، باب الجنب يأكل 1/ 29 (ط. الأشرفية ) عن عائشة قالت إن النبى صلى الله عليه وسلم إذا راد أن يأكل وهو جنب غسل يديه ،

قال الشيخ شعيب الأرنوط : إسناده صحيح ، كذا في المكتبة الشاملة

جاء في تبيين الحقائق مع كنز الدقائق 1/ 165،  (ط. زكريا) ولا بأس للجنب ان ينام ويعاود أهله …… و إن أراد أن يأكل فينبغي أن يتمضمض و يغسل يديه ثم يأكل و يشرب، انتهى

والله اعلم بالصواب
উত্তর লিখনে :
মুহা.আবুল হাসান
ছাত্র : ইফতা বিভাগ
মা’হাদুত তা’লীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …