প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ভিপিএন এর মাধ্যমে পরিচয় গোপন করে নিষিদ্ধ স্থানে হালাল ব্যবসা করার হুকুম কী?

ভিপিএন এর মাধ্যমে পরিচয় গোপন করে নিষিদ্ধ স্থানে হালাল ব্যবসা করার হুকুম কী?

প্রশ্নঃ

From: Shirin
বিষয়ঃ ব্যাবসার হালাল হারাম বিষয়ে

আস্সালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাআতুহ ,

বিভিন্ন বিদেশি ওনলাইন মার্কেটপ্লেসে তাদের নিজেদের দেশের লোক ছাড়া অন্য কোন দেশের লোক বেঁচা-কেনা করতে পারে না । তখন ঐ সমস্ত মার্কেটপ্লেসে বাইরের দেশের  অনেক লোক ভিপিএনের মাধ্যমে নিজ কম্পিউটারের আইপি এড্রেস এবং নিজ দেশের পরিচয় হাইড করে দিয়ে ঐ দেশের আইপি এড্রেস এবং পরিচয় গ্রহন করে নিজেকে উক্ত দেশের নাগরিক পরিচয় দিয়ে  ঐ সমস্থ মার্কেট প্লেসে ব্যবসা চালিয়ে  যান ( ব্যবসার পন্য হালাল)। তাদের এই ব্যবসা এবং  ব্যবসালব্দ অর্থ কি হালাল হবে ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

ধোঁকা দিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে এভাবে ব্যবসা করা জায়েজ নয়। তবে যেহেতু বিক্রিত পণ্য হালাল ও হালাল পদ্ধতিতে বিক্রি করা হয়, তাই বিক্রির মাধ্যমে প্রাপ্ত টাকা হালাল হবে। হারাম হবে না।

তবে ধোঁকাবাজী পরিহার না করলে, ধোঁকার আশ্রয় নেবার গোনাহ হবে।

قوله تعالى- وَاجْتَنِبُواْ قَوْلَ الزُّورِ  [الحج-30

এবং মিথ্যা কথা থেকে বাঁচো। {সূরা হজ্জ্ব-৩০}

والأجر يطيب وإن كان السبب حراما، (رد المحتار، كتاب الاجارة، باب الإجارة الفاسدة-9/62

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، كتاب الايمان، باب قَوْلِ النَّبِىِّ – صلى الله تعالى عليه وسلم – « مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، رقم الحديث-294)

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে আমার উম্মতের উপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভূক্ত নয়, আর যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। {সহীহ মুসলিম, হাদীস নং-২৯৪, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৫৫৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সুনানে দারেমী, হাদীস নং-২৫৪১, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫৮৩৩, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৭৯৭, মুসনাদে ইবনে আবী শাইবা, হাদীস নং-৭২১}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …