প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মৃত পিতার নামে নফল হজ্জের নিয়ত করবে নাকি নিজের নফল হজ্জ আদায় করবে?

মৃত পিতার নামে নফল হজ্জের নিয়ত করবে নাকি নিজের নফল হজ্জ আদায় করবে?

প্রশ্ন

আমার বাবার হজ্জ করার ইচ্ছা ছিলো আমার মাকে নিয়ে।
কিন্তু টাকা পয়সা ব্যবস্থা হওয়ার আগেই উনি মারা যান।
এর পর আমার মা আমার মামাকে নিয়ে যাওয়ার চিন্তা করেন। কিন্তু পরে তিনিও স্ট্রোক করেন।
তাই এইবছর আল্লাহর মেহেরবাণীতে আমি নিয়ে আসছি আমার মাকে হজ্জে।
তো আমার প্রশ্ন হলো এখন আমি উমরা এবং হজ্জের জন্য নিয়ত কার নামে করবো।
আমার বাবার নামে নাকি আমার নামে।

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনার বাবার হজ্জের টাকা সংগ্রহের আগেই ইন্তেকালের কারণে তার উপর হজ্জ ফরজ হয়নি। তাই এর বদলী হজ্জ করা  জরুরী নয়।

তাই বাবার পক্ষ থেকে নফল হজ্জ ও উমরা করার ইচ্ছে থাকে, তাহলে বাবার নামেই হজ্জ ও উমরার নিয়ত করতে হবে। আর যদি নিজের নামে করার ইচ্ছে হয়, তাহলে নিজের নামে নিয়ত করবেন। বাবার জন্য দুআ করবেন।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»

ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জুহাইনা গোত্রের একজন মহিলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললেন, আমার আম্মা হাজ্জের মানৎ করেছিলেন তবে তিনি হাজ্জ আদায় না করেই ইন্তিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে হাজ্জ করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার পক্ষ হতে তুমি হাজ্জ আদায় কর। তুমি এ ব্যাপারে কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋণ থাকত তা হলে কি তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও। কেননা আল্লাহ্‌র হকই সবচেয়ে বেশী আদায়যোগ্য। [সহীহ বুখারী-১/২৫০, হাদীস নং-১৮৫২]

وإن كانت نافلة كحج النفل وعمرة التطوع تجزئ فى الحالتين ولا يشترط فيه العجز، ولا غيره مما يشترط فى حج الفرض وعمرة الإسلام إلا أهلية النائب بالأسلام والعقل والتمييز والنية عنه فى الإحرام إن أمره بالحج، وإلا فجعل ثوابه له بعد الأداء الخ (غنية الناسك-320)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …