প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / স্বামী কি স্ত্রীর লজ্জাস্থানে আঙ্গুল প্রবেশ করাতে পারবে?

স্বামী কি স্ত্রীর লজ্জাস্থানে আঙ্গুল প্রবেশ করাতে পারবে?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, স্বামী কি স্ত্রীর লজ্জাস্থানে আঙ্গুল প্রবেশ করাতে পারবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পরস্পর লজ্জাস্থান ধরতে সমস্যা নেই। কিন্তু আঙ্গুল প্রবেশ করানো উচিত নয়।

وَعَنْ أَبِي يُوسُفَ سَأَلْت أَبَا حَنِيفَةَ عَنْ الرَّجُلِ يَمَسُّ فَرْجَ امْرَأَتِهِ، وَهِيَ تَمَسُّ فَرْجَهُ لِيَتَحَرَّك عَلَيْهَا هَلْ تَرَى بِذَلِكَ بَأْسًا قَالَ: لَا وَأَرْجُو أَنْ يَعْظُمَ الْأَجْرُ (رد المحتار، فصل فى النظر والمس-6/367، طبع سعيد)

وكذا فى الفتاوى الهندية، كتاب الكراهية-5/328

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

আরও জানুন

যাকাতের নিয়তে গরীবকে খানা খাওয়ালে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু   আমি আহলে হক মিডিয়ার নিয়মিত একজন পাঠক। …