প্রশ্ন
স্বামীর সাথে ঝগড়া হবার পর স্বামী রাগ করে বলেছে যে, যদি তুমি এমন করতে থাকো,তাহলে আমি তোমাকে তালাক দিবো।
এরপর স্ত্রী স্বামীর ঘর থেকে চলে যায়। যাবার পর স্ত্রীর আত্মীয় স্বজন বলতে থাকে যে, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তাই তারা উক্ত মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।
অথচ স্বামী বলছে যে, সে তার স্ত্রীকে তালাক দেয়নি।
এমতাবস্থায় প্রশ্ন হল, মেয়েটির দ্বিতীয় বিয়ে শুদ্ধ হয়েছে কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি স্বামী তালাক না দিয়ে থাকে, তাহলে দ্বিতীয় বিয়েটি শুদ্ধ হয়নি। তালাক না হবার পরও দ্বিতীয় বিয়ে যারা দিয়েছেন, তারা গোনাহের কাজ করেছেন। অচিরেই উক্ত বিয়ে ভেঙ্গে দিয়ে তাদের সবার তওবা করা উচিত।
একজনের স্ত্রী থাকা অবস্থায় উক্ত মেয়ের অন্যত্র বিয়ে শুদ্ধ হয় না। তাই দ্বিতীয় বিয়েটি শুদ্ধই হয়নি। অতি দ্রুত আলাদা হয়ে প্রথম স্বামীর কাছে ফিরে আসা আবশ্যক। বা প্রথম স্বামীর কাছ থেকে তালাক নিয়ে ইদ্দত শেষে অন্যত্র বিয়ের ব্যবস্থা করতে হবে।
والمحصنت من النساء عطف أمهاتكم يعنى حرمت عليكم المحصنت من النساء أى ذوات الأزواج لا يحل للغير نكحهن ما لم يمت زوجها، أو يطلقها وتنقضى عدتها من الوفاة أو الطلاق (تفسير مظهرى، سورة النساء تحت رقم الآية-24، زكريا ديوبند-2/64)
أما نكاح منكوحة الغير ومعتدته…….. لا يقل أحد بجوازه، فلم ينعقد أصلا (رد المحتار-4/274)
ولا يجوز نكاح منكوحة الغير ومعتدة الغير (قاضى خان على هامش الهندية-1/366)
لا يجوز للرجل أن يتزوج زوجة غيره، وكذالك المعتدة (هندية-1/280
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।