প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / ফোনে তালাক বলার সময় স্ত্রী ফোন কেটে দিলে তালাক হবে না?

ফোনে তালাক বলার সময় স্ত্রী ফোন কেটে দিলে তালাক হবে না?

প্রশ্ন

আসালামু আলাইকুম,

অনেক চেষ্টার করেও একবন্ধুর স্ত্রী প্রায় ৮-৯ মাস পরেও মায়ের বাড়িতে থেকে আর আস্তে চাইছে না দেখে শেষ পথ হিসাবে সতর্ক করার জন্য  সে তার স্ত্রীকে ফোনের মাধ্যমে এক তালাক দিতে যায়। কিন্তু তালাক দিচ্ছে  বুঝতে পেরে স্ত্রীটি ফোন কেটে দেয়, যদিও বন্ধুটি কথার রেষে পুরো এক তালাক দেয়। এভাবে তিনমাস কেটে গিয়েছে। এখন স্ত্রীটি ফিরে আস্তে চাইছে। কিন্তু বন্ধুর সন্দেহ , কিছুটা হলেও তার স্ত্রীর কানে ফোন কেটে দেবার আগে তালাকের কিছু কথা গিয়েছে তাই এক তালাক হয়ে গিয়েছে। আর যেহেতু তিন মাস হয়ে গিয়েছে তাই আর একবার বিয়ে করে তবেই সংসার করা উচিত। এদিকে স্ত্রীটি বলছে যে সে তালাকের কোনো কথা শোনে নি তাই তালাক হয়নি তাই সে আর একবার বিয়ে করবে না। এখন বন্ধুটি কি করবে? যদি স্ত্রীর কথাটি ঠিক হয় তাহলে তো সমস্যা নেই। কিন্তু যদি বন্ধুর সন্দেহ সত্যি হয় যে পুরো কথা যদিও কানে যায়নি, তবে ফোন রাখার আগে কিছু কথা কানে গিয়েছে তাহলে কি একতালাক হবে? এক্ষেত্রে কি স্ত্রীর কথাটি সত্যি ধরলে কোনো সমস্যা হবে ?

রফিকুল হাসান

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

তালাকের কথা স্ত্রী না শুনলেও তালাক হয়ে যায়। তাই স্বামী যেহেতু স্ত্রীকে এক তালাক প্রদান করেছিলেন। তারপর তিন হায়েজ পরিমাণ সময়সীমা অতিক্রম হয়েছে। তা’ই এখন নতুন করে বিয়ে করলেই কেবল স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে পারবে। অন্যথায় একসাথে থাকা জায়েজ হবে না।

الطلاق والخلع يصح دون علم الآخر (الفقه الاسلامى وأدلته-9/291

ولا يلزم كون الإضافة صريحة فى كلامه ……. لأن العادة أن من له امرأة إنما يحلف بطلاقها لا بطلاق غيرها (رد المحتار، كتاب الطلاق، باب الصريح-4/458

وفى الفتاوى الهنديةإذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا (الفتاوى الهندية-1/472-473

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …