প্রচ্ছদ / কাফন-দাফন-জানাযা / পাকা দেয়াল ও ছাদ বিশিষ্ট কবরের হুকুম কী?

পাকা দেয়াল ও ছাদ বিশিষ্ট কবরের হুকুম কী?

বিবরণ

একজন বুযুর্গসহ কবরকে বেষ্টান করে চতুর্দিকে পাকা পিলার করে পাকা ছাদ রয়েছে। ছাদের ভিতরে কবরের এক পাশে কেহ ইচ্ছা করলে নফল নামায পড়তে পারবে এমন যায়গা রয়েছে।

প্রশ্ন

এরূপ পাকা ছাদ এর শরঈ হুকুম কী? দলীলসহ বিস্তারিতভাবে জানানোর জন্য অনুরোধ করছি।

উত্তর

بسم الله الرحمن الرحيم

কবরকে পাকা করে পিলার দিয়ে পাকা ছাদ বানানো কোনভাবেই জায়েজ নয়। এটি শরয়ী দৃষ্টিকোণ থেকে হারাম কাজ। তাই এসব কাজ করা মোটেও ঠিক হয়নি।

হাদীসের মাঝে কবরকে ঘিরে ছাদ দিয়ে ইমারাত নির্মাণ করতে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে।

عَنْ جَابِرٍ قَالَ: نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ القُبُورُ، وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا، وَأَنْ يُبْنَى عَلَيْهَا، وَأَنْ تُوطَأَ.

 জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে চুনা লাগাতে এবং তাতে লিখতে,এর উপর ঘর নির্মাণ করতে ও তা পদদলিত করতে নিষেধ করেছেন। [সুনানে তিরমিজী, হাদীস নং-১০৫২, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫২৮৬,সহীহ মুসলিম-/৩১২, হাদীস নং-৯৭০, মুসান্নাফ আব্দুর রাজ্জাক-৩/৫০৪, হাদীস নং-৬৪৮৮]

(قَوْلُهُ وَلَا يُرْفَعُ عَلَيْهِ بِنَاءٌ) أَيْ يَحْرُمُ لَوْ لِلزِّينَةِ، وَيُكْرَهُ لَوْ لِلْإِحْكَامِ بَعْدَ الدَّفْنِ، الخ (رد المحتار، كتاب الصلاة، باب صلاة الجنائز-3\144)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …