প্রচ্ছদ / পর্দা/দুগ্ধপান/হুরমত / ছাত্রী পড়ানোর হুকুম কী?

ছাত্রী পড়ানোর হুকুম কী?

প্রশ্ন

From: imran
বিষয়ঃ tuitioni

প্রশ্নঃ
ছাত্রি পড়ানোর কি জায়েজ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি ফেতনার শংকা না থাকে, এবং নারী শিক্ষিকার পাওয়া না যায়, তাহলে পর্দার আড়াল থেকে বেগানা ছাত্রীকে পড়ানো যাবে। তবে পর্দা লঙ্ঘণ করে পড়ানো জায়েজ নয়।

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا [٣٣:٥٩]

হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। [সূরা আহযাব-৫৯]

امر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن فى حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحدة (تفسير ابن كثير، الاحزاب-59-3/684)

وقال محمد بن سيرين: سألت عبيدة السلمانى عن قول الله عز وجل (يدنين عليهن من جلابيبهن) فغطى وجهه ورأسه، وأبرز عينه اليسرى (تفسير ابن كثير-3/684)

قال على بن طلحة عن ابن عباس رضى الله عنه أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن فى حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب (تفسير ابن كثير-الأحزاب-3/518)

وأما فى زماننا فمنع من الشابة لا لأنه عورة، بل لخوف الفتنة (رد المحتار-9/532)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …